শেষ আপডেট: 12th November 2024 20:39
দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া গাড়ির ধাক্কা! চিনের দক্ষিণ প্রান্তে ঝুহাই শহরে মৃত্যু হল কমপক্ষে ৩৫ জনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৩ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ঘটনায় ইতিমধ্যে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি সামনে আসতেই শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। নিহত ও আহতদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধেতে আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। ঝুহাইয়ের একটি স্পোর্টস সেন্টারে একটি অনুষ্ঠান ছিল। তা দেখতে সেখানে জড়ো হয়েছিলেন শয়ে শয়ে মানুষ।
সেখানেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পরপর মানুষকে পিষে মারে। ঘটনার সিসিটিভি ফুটেজ মঙ্গলবার ঝুহাই পুলিশের হাতে এসেছে। সেখানেই ভয়াবহ ঘটনার ছবি সামনে এসেছে।
ঘাতক গাড়িটি ধাক্কা মারার পর সেখানে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় অনেককে। অনেকে আবার যন্ত্রণায় ছটফট করতে থাকেন। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয় বলে খবর। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও অনেককেই বাঁচানো সম্ভব হয়নি। আহতদের মধ্যে বেশকয়েকজনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বছর ৬২-এর অভিযুক্ত গাড়িচালককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ডিভোর্সি ওই বৃদ্ধ ঝুহাইয়ের বাসিন্দা। গ্রেফতার করতে গেলে অভিযুক্ত ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টাও করে। কিন্তু তা হয়ে ওঠেনি। তবে ছুরির আঘাতে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কিন্তু কী কারণে এমন কাণ্ড ঘটালেন তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদ থেকেই এমন দুর্ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত।