শেষ আপডেট: 25th August 2024 10:05
দ্য ওয়াল ব্যুরো: ৮ দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর। সেটা ৫ জুন। তারপর ৮০ দিন অতিক্রান্ত!
নাসা শনিবার ঘোষণা করেছে যে মহাকাশচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস এলন মাস্কের স্পেসএক্সের মালিকানাধীন ক্রু ড্রাগন ক্যাপসুলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ফিরে আসবেন। অন্যদিকে তার আগেই তাঁদের ছাড়া বোয়িং এর স্টারলাইনার মহাকাশযানটি (যেটিতে করে সুনীতারা গিয়েছিলেন) পৃথিবীতে ফেরত আসবে।
নাসা এও জানিয়েছে, নির্ধারিত প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত গবেষণা, রক্ষণাবেক্ষণ এবং সিস্টেম পরীক্ষা-সহ স্টেশনে বিজ্ঞানের কাজ চালিয়ে যাবেন সুনীতারা। .
নাসার প্রশাসক বিল নেলসন বলেছেন, "সংশ্লিষ্ট মহাকাশযানটি ঝুঁকিপূর্ণ, তাই বুচ এবং সুনিকে ISS-এ রেখে চালক ছাড়াই পৃথিবীতে ফিরিয়ে আনা হবে বোয়িং এর স্টারলাইনারকে।"
Spaceflight is risky, even at its safest and most routine. A test flight, by nature, is neither safe nor routine. Our decision to keep Butch and Suni aboard the Space Station and bring Starliner home uncrewed is the result of our commitment to safety: our core value. https://t.co/xfgEKFRY2f
— Bill Nelson (@SenBillNelson) August 24, 2024
বোয়িং স্টারলাইনারের যে মহাকাশযানে করে মহাকাশে গিয়েছিলেন সুনীতারা সেটি পৃথিবী ছাড়ার পরেই সেই বোয়িংয়ের পাঁচটি হিলিয়াম ফুটো হয়ে যায়। এর ফলে নষ্ট হয়ে যায় পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার। শনিবার এক বিবৃতিতে নাসা জানিয়েছে, আপাতত পৃথিবীতে ফিরছেন না সুনীতা ও বুচ। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তারা পৃথিবীতে ফিরতে পারবেন।
জানা গেছে, ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর সঙ্গে যৌথভাবে একটি মহাকাশযান তৈরি করছে নাসা। সেটাই মহাকাশে পাঠিয়ে ফেব্রুয়ারিতে সুনীতাদের উদ্ধার করা হবে।
নাসা এবং স্পেস এক্স-এর যৌথ এই মিশনটির নাম দেওয়া হয়েছে ক্র-৯। চলতি বছর সেপ্টেম্বর মাসে ওই যানে দুজনকে মহাকাশে পাঠানো হবে। তাতে মোট চারজনের জায়গা রয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সুনীতাদের নিয়ে সেটি আবার পৃথিবীর দিকে ফিরবে। এই মিশন ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শেষ হতে পারে।
এই অবস্থায় মহাকাশচারীদের শরীর খারাপ হতে শুরু করেছে বলে সূত্রের খবর। দুজনের পেশি শিথিল হয়ে যাচ্ছে, হাড়ের সমস্যাও দেখা দিচ্ছে। যদিও নাসা জানিয়েছে, এই ধরনের সমস্যা হওয়া মহাকাশচারীদের ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার। তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
নাসা জানিয়েছে, স্টারলাইনার মহাকাশযানের ত্রুটি পুরোপুরি না সারিয়ে চটজলদি যদি সুনীতাদের ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলেও বিপদের সম্ভাবনা রয়েছে।
কারণ, সবকিছু ঠিকঠাকভাবে কাজ না করলে, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ধাক্কা খেয়ে তখন জ্বলন্ত অবস্থাতেই মহাকাশে ফিরে যাবে মহাকাশযানটি। থ্রাস্টার বিকল হলে ফের মহাকাশেই ছিটকে যাবে মহাকাশযানটি। আর তখন মাত্র ৯৬ ঘণ্টার অক্সিজেন-ই অবশিষ্ট থাকবে! তারপর পুড়ে ছাই হয়ে যাবে মহাকাশযানটি। সেক্ষেত্রে মহাকাশ যানের সঙ্গেই বাষ্পের মতো উবে যাবেন সুনীতা এবং ব্যারি বুচ উইলিয়াম!
এর আগে, ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন সুনীতা উইলিয়ামস। একসময় সর্বোচ্চ স্পেসওয়াকের রেকর্ডও তাঁর দখলে ছিল। সুনীতাদের এই মিশন অবশ্য অনেক আগেই হত। কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে তা পিছিয়ে যায় একাধিকবার। এখন মহাকাশে পৌঁছনোর পর বিরাট সমস্যার মুখে পড়েছেন তাঁরা।