Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!
Blast In Pakistan

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ফের বিস্ফোরণে হত ৫, জখম ১১

পাকিস্তান সরকার বিরোধী খাইবার পাখতুনখোয়া প্রদেশের আদিবাসী অধ্যুষিত বাজাউর জেলার খার তহসিলের মেলা গ্রাউন্ডের কাছে এই হামলা হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ফের বিস্ফোরণে হত ৫, জখম ১১

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শেষ আপডেট: 2 July 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: বুধবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাস্তার ধারে রাখা বোমা বিস্ফোরণে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ ৪ উচ্চপদস্থ সরকারি অফিসারের মৃত্যু হয়েছে। সরকারি গাড়িতে থাকা অফিসাররা ছাড়াও রাস্তার ধারে থাকা এক পথচারীরও মৃত্যু হয়েছে বোমা বিস্ফোরণে। এই ঘটনায় জখম হয়েছেন ১১ জন।

পাকিস্তান সরকার বিরোধী খাইবার পাখতুনখোয়া প্রদেশের আদিবাসী অধ্যুষিত বাজাউর জেলার খার তহসিলের মেলা গ্রাউন্ডের কাছে এই হামলা হয়। দীর্ঘকাল ধরে এই এলাকাটি স্বাধীনতাকামী বিদ্রোহীদের স্বর্গরাজ্য। মৃতদের মধ্যে রয়েছেন নওয়াগাই তহসিলের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফয়জল সুলতান, এএসআই নুর হাকিম, আরেক তহসিলদার ওয়াকিল খান ও কনস্টেবল রশিদ।

জেলার পুলিশ প্রধান সংবাদমাধ্যমকে জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে সরকারি মহলের সন্দেহ পাকিস্তানি তালিবান অথবা তেহরিক-ই-তালিবান পাকিস্তানের কাজ এটা। বিশেষ করে টিটিপি-র সঙ্গে আফগান তালিবানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবারও খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে এক হামলায় ১৬ সেনার মৃত্যু হয়েছিল। এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনার কনভয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়। হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী ওই হামলার দায় নিয়েছিল। তারাও পাকিস্তানি তালিবানের একটি দলছুট গোষ্ঠী। এই ঘটনায় পাক সরকার ভারতের ঘাড়ে দোষারোপ করে।


ভিডিও স্টোরি