শেষ আপডেট: 16th October 2023 18:07
দ্য ওয়াল ব্যুরো: মুহুর্মুহু রকেট হামলা, গুলি, মর্টারের শব্দে আকাশ বাতাস ভারী। গাজায় গোপন সুড়ঙ্গে আশ্রয় নেওয়া হামাস গোষ্ঠীকে নিকেশ করতে বন্ধপরিকর ইজরায়েল। অন্যদিকে, পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। ইজরায়েলি ক্ষেপণাস্ত্রের জবাব দিচ্ছে হামাস যোদ্ধারাও। এখানেই প্রশ্ন উঠেছে, এত শক্তিশালী অস্ত্রশস্ত্র, রকেট-মর্টার পাচ্ছে কোথা থেকে হামাসরা? এত অর্থেরই বা জোগান দিচ্ছে কারা?
ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রক (IDF) জানিয়েছে, গোপনে হামাসদের সাহায্য করে চলেছে ইরান ও চিন। ইরানের উগ্রপন্থী সংগঠন হেজবুল্লা গোষ্ঠী অস্ত্র ও অর্থের জোগান দিচ্ছে। পাশাপাশি, ইজরায়েলি গোয়েন্দাদের সন্দেহ হামাসদের প্রচুর অস্ত্রশস্ত্রের জোগান দিচ্ছে চিন। এমনকী চিনা মোবাইল কানেকশনে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে বলেও সন্দেহ গোয়েন্দাদের।
পুরো গাজা ভূখণ্ডকে অবরুদ্ধ করে ফেলে চার দিক থেকে হামলা চালাচ্ছে ইজরায়েল। হামাসের গোপন ডেরাগুলি চিহ্নিত করে একের পর এক রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। রকেট হামলায় গাজায় আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্যালেস্তাইন প্রশাসন সূত্রে খবর, ইজরায়েলি বাহিনী নির্বিচারে নিধন করছে গাজাবাসীদের। যুদ্ধে অন্তত ৭০০ শিশুর প্রাণ গেছে।
ইজরায়েলি প্রতিটা হামলার জবাব দিচ্ছে হামাস। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ইজরায়েলের বাড়িতে বাড়িতে ঢুকে নৃশংস হত্যালীলা চালাচ্ছে তারা। ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, হামাসকে শক্তিশালী বানাতে বেশ কিছু দেশের সহযোগিতা রয়েছে। শুধু তাই-ই নয়, বিপুল আর্থিক সহযোগিতাও করা হচ্ছে এই বাহিনীকে। হামাসকে সমর্থন এবং সহযোগিতা করার নেপথ্যে যে দেশগুলোর নাম উঠে এসেছে তাদের মধ্যে তিনটি দেশ হল—ইরান, তুরস্ক ও চিন।
আর্থিক সহযোগিতা হোক কিংবা অস্ত্র— দীর্ঘ সময় ধরে নাকি চিনও হামাসকে সমর্থন করে চলেছে, এমনটাই দাবি ইজরায়েলি গোয়েন্দাদের। এমনও দাবি করা হচ্ছে যে, হামাসের হাতে ঘাতক ক্ষেপণাস্ত্রও তুলে দেওয়া হয়েছে। হামাস যেভাবে হাজার হাজার রকেট হামলা চালাচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।
কাউন্সিল অন ফরেন রিলেশনস (সিএফআর)-এর রিপোর্ট বলেছে, গোপন রাস্তা এবং সুড়ঙ্গের মাধ্যমে যে সব প্রয়োজনীয় সামগ্রী আসে, সেগুলির উপর হামাসের চাপানো করের টাকাও তাদের বিপুল অর্থ ভাণ্ডারের উৎস। সেই করের মাধ্যমে হামাসের কোটি কোটি টাকা আয় হয়। পাশাপাশি, নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য উন্নত মানের রেডিও সিগন্যালও নাকি হামাসকে দিয়েছে চিন। শুধু চিন নয়, সিরিয়াও নাকি হামাস বাহিনীকে সাহায্য করছে, এমন সম্ভাবনাও দেখছেন ইজরায়েলি গোয়েন্দারা।