শেষ আপডেট: 13th February 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও এক ভারতীয় বংশোদ্ভূতকে তাঁর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসালেন। তিনি এস পল কাপুর। মার্কিন বিদেশ মন্ত্রকের দক্ষিণ এশিয়ার সহকারী সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
ডোনাল্ড লু'র স্থলাভিষিক্ত হলেন কাপুর। লু'র বিরুদ্ধে পাকিস্তানে ইমরান খান এবং বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পিছনে কলকাঠি নাড়ার অভিযোগ ছিল। ইমরান খান লু'র নাম করে সরব হলেও হাসিনা বা আওয়ামী লিগ প্রকাশ্যে মুখ খোলেনি। ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন জমানায় নিয়োগ পাওয়া লু সরে যান।
কালিফোর্নিয়ার বাসিন্দা কাপুর ভারত ও পাকিস্তান বিশেষজ্ঞ হিসাবে পরিচিত। পাকিস্তানের কট্টর সমালোচক হিসাবেও পরিচিত তিনি। ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে তাঁর চোখ দিয়ে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটানের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে হোয়াইট হাউস। কূটনীতিক মহল মনে করছে, পল কাপুর নিয়োগ পাওয়ায় উপ মহাদেশে জঙ্গি তৎপরতা বন্ধে পাকিস্তান ও তাদের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে ভারতের লড়াই সহজ হবে। চাপে থাকবে বাংলাদেশও।
নতুন নিয়োগ পাওয়ার আগে কাপুর মার্কিন নৌ বাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। ট্রাম্পের প্রথম দফায় তিনি হোয়াইট হাউসের বিদেশ বিষয়ক মন্ত্রকে পলিসি প্ল্যানিং বিভাগে যুক্ত ছিলেন।
ট্রাম্প এবার বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতকে তাঁর প্রশাসনে নিয়েছেন। তাঁদের অন্যতম হলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ে ডিরেক্টর করেছেন কাশ প্যাটেলকে। শ্রীরাম কৃষ্ণানকে করেছেন হোয়াইট হাউসের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে নীতি উপদেষ্টা। এবার গুরুত্বপূর্ণ পদ পেলেন পল কাপুর।