শেষ আপডেট: 8th March 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনে (Ukraine) নতুন করে হামলা চালাল রাশিয়া ( Russia)। গত মাসের ২৪ তারিখ দুই দেশের যুদ্ধের তিন বছর পূর্তির পর অলিখিত যুদ্ধ বিরতি বজায় ছিল। ফের রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা (missile attack) করায় এখন পাল্টা জবাবের হুমকি দিয়েছে ইউক্রেন। ভলোদিমির জেলেনেস্কির দেশ জানিয়েছে, পাল্টা জবাব দেওয়ার আগে তারা কোনও আন্তর্জাতিক চাপের কাছে মাথা নোয়াবে না।
বিবিসির খবরে জানানো হয়েছে, এই হামলা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকা দোনেতস্ক অঞ্চলে। সেখানে অবস্থিত দোব্রোপিলিয়া শহরে অতর্কিত হামলা চালায় রাশিয়ান বাহিনী। প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত জনা তিরিশ।
রাশিয়া এমন সময় নতুন করে হামলা চালালো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিন এবং জেলেনস্কি--দু'জনকেই যুদ্ধ বিরতি প্রস্তাবে স্বাক্ষর করতে চাপ দিচ্ছেন। সৌদি আরবে চলমান রাশিয়া ও আমেরিকার আধিকারিকদের একটি বৈঠকে মস্কোর তরফে জানানো হয়েছে শর্ত সাপেক্ষ তারা যুদ্ধ থামাতে রাজি। তাদের প্রধান শর্ত হল, যুদ্ধ বিরতির প্রতাবে যুদ্ধ থামানোর রাস্তা খোলা রাখতে হবে। অর্থাৎ, সাময়িকভাবে যুদ্ধ থামানোর পক্ষপাতী নয় রাশিয়া।
অন্যদিকে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ বিরতি নিয়ে উচ্চবাচ্য করেননি। যদিও ট্রাম্পের সঙ্গে ফের বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন। যুদ্ধ বিরতির প্রস্তাবে সায় না দেওয়ায় জেলেনেস্কির উপর বেজায় চটেছেন ট্রাম্প। বলেছেন, রাশিয়াকে মানানো সহজ, ইউক্রেনকে রাজি করানো অত্যন্ত কঠিন।