শেষ আপডেট: 10th August 2024 07:22
দ্য ওয়াল ব্যুরো: যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হল পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর। সংবাদ সংস্থা সূত্রের খবর, সোমবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলের সাও পাওলোতে।
মাঝ আকাশ থেকে আচমকা জলবহুল এলাকায় ভেঙে পড়ে এটিআর-৭২ বিমানটি। খবর পেয়ে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তবে ভেঙে পড়ার পড়েই বিমানটিতে অগ্নি সংযোগের ঘটনা ঘটায় পাইলট-সহ যাত্রীদের কাউকেই বাঁচানো যায়নি বলে সংবাদসংস্থা জানিয়েছে।
জানা যাচ্ছে, ভোয়েপাস সংস্থার ওই বিমানে পাইলট-সহ চার জন বিমানকর্মী ছিলেন। ৫৮ জন যাত্রীকে নিয়ে কাসকেভেল থেকে সাও পাওলোয় গুয়ারুলহোসের দিকে যাচ্ছিল বিমানটি। আচমকাই ঘটে দুর্ঘটনাটি।
BREAKING: Media reports that a Voepass ATR-72 has crashed in Sao Paulo, Brazil. Unverified video shows the aircraft spinning out of control while enroute to Guarulhos, Brazil. More details to follow. pic.twitter.com/1X0QVdGZ0Q
— Breaking Aviation News & Videos (@aviationbrk) August 9, 2024
ইতিমধ্যে সমাজ মাধ্যমে বিমান ভেঙে পড়ার কিছু ভিডিও ভাইরাল হয়েছে। দ্য ওয়াল অবশ্য ভিডিও-র সত্যতা যাচাই করেনি। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ আকাশ থেকে কাটা ঘুড়ির মতো নীচে নামছে যাত্রীবাহী বিমানটি। জনবহুল এলাকায় পড়ার পড়েই অগ্নিসংযোগ ঘটে। ভাইরাল ভিডিওয় ফুটে উঠেছে বিমান দুর্ঘটনার ভয়াবহতা। ফলে বিমানের পাইলট-সহ ৬২ জন যাত্রীর মৃত্যু হয়েছে।