শেষ আপডেট: 19th April 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েল দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ ঘনিয়েছে। যুদ্ধ পরিস্থিতেতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইজরায়েলের তেল আভিভে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। চলতি মাসে যাবতীয় উড়ান বাতিল করেছে সংশ্লিষ্ট বিমানসংস্থা।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। যাদের টিকিট বাতিল হয়েছে তাদের এককালীন ছাড় দেওয়া হবে। এছাড়াও যাতে গ্রাহকদের কোনও রকম অসুবিধায় পড়তে না হয় সেজন্য ০১১-৬৯৩২৯৩৩৩ অথবা ০১১-৬৯৩২৯৯৯৯-এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
দিল্লির ইন্দিরাগান্ধী বিমানবন্দর থেকে সপ্তাহে ৪টি উড়ান তেল অভিভেতে যাত্রীদের পৌঁছে দেয়। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েল হামাসের সংঘর্ষের পরও তেল আভিভের যাবতীয় বিমান বাতিল করেছিল এয়ার ইন্ডিয়া।
অন্যদিকে, বৃহস্পতিবার গভীর রাতে ইরানের একাধিক পরমাণু কেন্দ্র লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইজরায়েল। তবে হামলার পরে তেহরানের তরফে জানানো হয়, পরমাণু কেন্দ্রগুলি সুরক্ষিত রয়েছে। এছাড়াও ইজরায়েলের ছোড়া তিনটি ড্রোন গুলি করে নামিয়েছে ইরান। বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ইজরায়েলি মিসাইল ধেয়ে এলেও কোনও ক্ষতি হয়নি। ইরানি সেনার অন্যতম শীর্ষ আধিকারিক সিয়াভোশ মিহানদোস্ত জানিয়েছেন, ইজরায়েলের হামলায় দেশে কোনও ক্ষতি হয়নি।
একাধিক উড়ান বাতিল করা হয়েছে গোটা ইরানে। বেশ কয়েকটি বিমানবন্দরের সমস্ত উড়ান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বহু বিমানের যাত্রাপথ বদলে দেওয়া হয়েছে। বিশেষত ইরানের পশ্চিম দিকে যেন কোনও বিমান চলাচল করতে না পারে তা প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে ফের শুরু হয়েছে বিমান চলাচল।