শেষ আপডেট: 2nd August 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো: গাজায় হামাস বনাম ইজরায়েল যুদ্ধে অনেকদিন ধরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এখনও পুরোদমে জারি রয়েছে হামলা-পালটা হামলা। এরই মধ্যে ইরানের তেহরানে খুন হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ। ফলে কার্যত দাবানল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আর এই পরিস্থিতিতে বিমান যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। আগামী ৮ আগস্ট পর্যন্ত দিল্লি থেকে তেল আভিভের সমস্ত উড়ান বাতিল করল সংশ্লিষ্ট বিমান সংস্থা।
শুক্রবার টাটা গোষ্ঠীর মালিকানাধীন উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, মধ্য প্রাচ্যের একাংশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে এখন থেকেই তেল অভিভগামী বিমান এবং তেল আভিভ থেকে যে সব বিমান ভারতে আসার কথা রয়েছে সেগুলি বাতিল করা হচ্ছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত বিমান বাতিল থাকছে। যে সকল যাত্রীদের ইতিমধ্যে টিকিট কাটা হয়ে গিয়েছে তাঁদেরসূচি পরিবর্তন কিংবা টিকিট বাতিলের সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে কোনও 'ক্যানসেলেশন' চার্জ নেওয়া হবে না।
প্রয়োজনে কোন নম্বরে ফোন করতে হবে, তাও জানিয়েছে এয়ার ইন্ডিয়া। উড়ান সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়েছে, এই সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য, যাত্রীরা 011-69329333 অথবা 011-69329999- এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।
শুধু এয়ার ইন্ডিয়া নয়, মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা ছড়িয়েছে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ইরান ও লেবাননের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে একাধিক উড়ান সংস্থা। ইজরায়েল এবং লেবাননগামী একাধিক বিমান বাতিল করে দেওয়া হয়েছে।
গত ৩০ জুলাই ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়েহ। এর কয়েক ঘণ্টা পরই খুন হন তিনি। খামেনেই-সহ ইরানের শীর্ষ নেতাদের মতে, ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদই হত্যা করেছে হামাস প্রধানকে। তারই বদলা নিতে পেজেস্কিয়ান ও সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেন খামেনেই। সেখানেই ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি আক্রমণের নির্দেশ দেন ইরানের সুপ্রিম লিডার। যদিও এই ঘটনার দায় স্বীকার করেনি ইজরায়েল। কিন্তু ইরান একবার হামলা শুরু করলে মধ্যপ্রাচ্য আরও ভয়ংকর হয়ে উঠবে। সামগ্রিক পরিস্থিতির গুরুত্ব বুঝে তেল আভিভগামী বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।