ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনার আগে প্রেসিডেন্ট জেলেনস্কি জানালেন, রাশিয়া যুদ্ধ শেষ করতে চায় না। তুরস্কে প্রতিনিধি দল পাঠাল ইউক্রেন।
ভলোদিমির জেলেনস্কি।
শেষ আপডেট: 16 May 2025 09:14
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার ঠিক আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বললেন, রাশিয়া প্রকৃত অর্থে যুদ্ধ শেষ করতে চায় না। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেন, ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নিতে একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে ইস্তানবুলে, যার মূল লক্ষ্য একটি যুদ্ধবিরতির পথে এগোনো।
ইস্তানবুলে এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রাসটেম উমেরভ। তাঁর সঙ্গে থাকবেন সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা।
জার্মান সংবাদমাধ্যম সূত্রে খবর, আজই ইস্তানবুলে রুশ ও ইউক্রেনীয় কূটনৈতিকদের মধ্যে আলোচনা শুরু হচ্ছে।
এক্স-এ একটি পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি লেখেন, 'আমি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, তাঁর টিম এবং তুরস্কবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁরা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের পাশে দাঁড়িয়েছেন। আজকের আমাদের বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান ফের জানিয়েছেন, তিনি ইউক্রেনকে সমর্থন করেন এবং ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবেই মানেন।'
তিনি আরও লেখেন, 'আমাদের প্রতিনিধি দলে রয়েছেন: পররাষ্ট্র মন্ত্রী, রাষ্ট্রপতির দপ্তরপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার প্রধান এবং আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। আমরা শক্তিশালী একটি প্রতিনিধি দল গঠন করেছি, যারা এই সমস্যার প্রতি আন্তরিকভাবে দৃষ্টিপাত করবে।'
তবে এই আলোচনার প্রেক্ষিতে জেলেনস্কি হতাশা প্রকাশ করে বলেন, 'দুঃখজনকভাবে, উল্টোদিকের রুশ প্রতিনিধি দলের গঠনই প্রমাণ করে দিচ্ছে, তারা প্রকৃত আলোচনায় আগ্রহী নয়।'
তাঁর কথায়, 'রুশ প্রতিনিধি দলের মান অত্যন্ত নিম্ন, তবু এরদোয়ান, ট্রাম্প এবং আলোচনায় অংশ নেওয়া অন্যান্য উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সম্মানে এবং যুদ্ধ থামানোর প্রথম ধাপ হিসেবে অন্তত একটি যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করতে আমাদের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। নিরাপত্তা পরিষেবার প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ ইস্তানবুলে যাবেন না, তবে নেতৃত্ব দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাসটেম উমেরভ, তাঁর সঙ্গে থাকবেন সেনা ও গোয়েন্দা পেশাজীবীরা।'
রাশিয়ার আলোচনা-প্রক্রিয়ায় নিষ্ক্রিয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও, প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্মান রেখেই আলোচনা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও জোর দিয়ে বলেন, টআমাদের প্রতিনিধি দলের স্পষ্ট ম্যান্ডেট আছে, যুদ্ধবিরতিF হল প্রধান লক্ষ্য। আমি এখনও মনে করি, রাশিয়া এই আলোচনাকে গুরুত্ব দিয়ে দেখছে না এবং তারা সত্যিই যুদ্ধ থামাতে চায় না। তবে আলোচনার সময় অন্তত কিছু দেখাতে তারা রাজি কিনা, সেটাই দেখা যাক।'