প্যারিসের সেইন নদীর জল নিয়েই এবার চিন্তায় অলিম্পিক উদ্যোক্তারা।
শেষ আপডেট: 11th July 2024 20:03
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক শুরু হতে আর মাত্র দু'সপ্তাহ দেরি। সেজে উঠেছে প্যারিস। কিন্তু ভোগান্তি আর কাটছে না। একদিকে রাজনীতি টালমাটাল। হঠাৎ নির্বাচন ঘোষণা করেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরঁ। তাতে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। উগ্র দক্ষিণপন্থীদের রুখতে কোমর বেঁধে নেমেছে বামপন্থী জোট। এরই মাঝে দেখা গেল, সেইন নদীর জলে বিপজ্জনক মাত্রায় দাপিয়ে বেড়াচ্ছে ই-কোলাই ব্যাকটেরিয়া।
কলকাতার যেমন গঙ্গা, দিল্লির যেমন যমুনা, লন্ডনের যেমন টেমস, প্যারিসের তেমনই সেইন। মাত্র সাড়ে সাতশো কিলোমিটার লম্বা এই নদীর দুপাশেই ছড়িয়ে রয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও বৃহৎ শহর প্যারিস। একেবারে আইফেল টাওয়ারের গা দিয়েই বয়ে যাচ্ছে সেইন। উল্টোদিকে শঁস এলিজি। অলিম্পিক উদ্বোধন হবে এই সেইনের ধারে। পরে সেইনের জলে চলবে ট্রায়াথলন ইভেন্ট। কিন্তু সেই নিয়েই এবার চিন্তা দেখা দিয়েছে। নদীর জলে বিপজ্জনক দূষক পদার্থ ও ব্যাকটেরিয়া থাকলে সাঁতারুদের তো বিপদের মুখে পড়তে হবে!
সাধারণত এক মাস ধরে জলের অবস্থা পর্যবেক্ষণ করে রিপোর্ট দেওয়া হয়। সেই বুঝে জলের মান ঠিক হয়। গত ৩ জুন থেকে ২ জুলাই তিরিশ দিন ধরে সেইনের জল পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, বাইশ দিনই ই-কোলাই ব্যাকটেরিয়া বিপদসীমার ওপরে রয়েছে।
কলকাতা, বারাণসীর গঙ্গা বা দক্ষিণ ভারতের কাবেরীর দূষণ নিয়ে প্রায়ই কথা শোনা যায়। গঙ্গাকে সাফসুতরো রাখতে কেন্দ্রীয় সরকারের তরফে ঘটা করে কখনও 'গঙ্গা অ্যাকশন প্ল্যান', কখনও 'নমামি গঙ্গে' প্রকল্প উদ্বোধন করা হয়। কিন্তু গঙ্গার জল রীতিমত মারাত্মক বিপদসীমায় পৌঁছে গিয়েছে। ভারতীয় সভ্যতার প্রাণভোমরা গঙ্গাকে সুস্থ রাখার দাবিতে অতএব বহুদিন ধরেই পরিবেশবিদরা সরব। এবার প্রায় সেরকমই শোনা গেল ফ্রান্সেও। সৌজন্যে, সেইনের দূষণ!
খবর ছড়াতেই তড়িঘড়ি আসরে নেমেছেন ফরাসি প্রশাসনের কর্তারা। একেই রাজনৈতিক ডামাডোল। ফুটবলেও ইউরোতে মুখ থুবড়ে পড়েছেন দিদিয়ের দেশোঁ। দেশে তীব্র হয়েছে বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ নানা ইস্যু। অলিম্পিক নিয়েও প্যারিসবাসী আদৌ খুশি নন। শোনা যাচ্ছে, অনেকেই অলিম্পিকের সময় বাড়তি কড়াকড়ি এড়াতে অন্য কোথাও একটা মাস কাটিয়ে আসার পরিকল্পনা করছেন। এই অবস্থায় সেইনের জল নিয়ে নতুন করে বিতর্ক বাড়ুক, মোটেই চায় না ফ্রান্স। অতএব ডেপুটি মেয়র আঁতোয়াঁ গিলোঁ বলেছেন, 'এই মরসুমে এরকম আবহাওয়ায় এটা হতেই পারে। সেইনের মান ঠিকই আছে।' মেয়র অ্যান হিদালগো আরও একধাপ সুর চড়িয়ে বলেছেন, তিনি নিজে সেইনে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে দেখিয়ে দেবেন, জল ঠিকই আছে। পরের সপ্তাহেই তিনি সেইনে নামবেন বলে জানিয়েছে একাধিক ফরাসি সংবাদপত্র।
অথচ এতে বাস্তবটা এড়ানো যাচ্ছে না। গত ৩০ জুন তৃতীয় আলেকজান্দ্রা সেতুর কাছে সেইনের জলে প্রতি একশো মিলিলিটার জলে ২০০০ সিএফইউ (কলোনি-ফর্মিং-ইউনিট) ব্যাকটেরিয়া ধরা পড়েছে। যা ট্রায়াথলনের নিরাপদ মানের প্রায় দ্বিগুণ ওপরে। তার ওপর স্রোতের ব্যাপার আছে। সেইন টেমস নয়। জলের স্রোত এখানে উত্তর-পূর্ব সীমান্তে বৃষ্টির ওপর নির্ভর করে। কখনও আকস্মিক বেড়ে যায়। এখনও অবধি ঠিক আছে, স্রোত কম থাকলে সেইনের ওপরে ২৬ জুলাই প্যারিস অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে। কিন্তু কিছুদিন আগেই রিহার্সাল করতে গিয়ে বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। দেখা গিয়েছে, বৃষ্টির ফলে হঠাৎ করে স্রোত বেড়ে গিয়েছে। ফলে অনুশীলন বাতিল করতে হয়।