Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'
Abhishek Banerjee - Fukushiro Nukaga

জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকারকে বাংলায় আসার আমন্ত্রণ জানালেন অভিষেক

এর আগে ভারত সফরে এসেছেন নুকাগা। তবে বাংলায় কখনও আসেননি। তাই এবার তাঁকে রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকারকে বাংলায় আসার আমন্ত্রণ জানালেন অভিষেক

ফুকুশিরো নুকাগার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 May 2025 20:11

দ্য ওয়াল ব্যুরো: পাক মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপের বিবরণ দিতে বিদেশ সফর করছে কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় প্রতিনিধি দল। তার একটিতে রয়েছেন বাংলার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। সেই দলই সম্প্রতি জাপানে গেছিল। সূত্রের খবর, অভিষেক জাপানের প্রতিনিধি পরিষদের স্পিকার (Japan’s House of Representatives Speaker) ফুকুশিরো নুকাগাকে (Fukushiro Nukaga) পশ্চিমবঙ্গে (West Bengal) আসার আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে ভারত সফরে এসেছেন নুকাগা। তবে বাংলায় কখনও আসেননি। তাই এবার তাঁকে রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চান, নুকাগা তাঁর পরবর্তী ভারত সফরে পশ্চিমবঙ্গকেও নিজের তালিকায় রাখুন।

জাপান সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের বাকিরা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়াইয়া সন্ত্রাস দমনে তাঁদের পাশে থাকার বার্তাও দেন। পাশাপাশি, সন্ত্রাসের মোকাবিলায় ভারত যে সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে, তা‌র ভূয়সী প্রশংসা করেন তিনি। এরপরই জানা গেল, জাপানের স্পিকারকে ভারত তথা বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন অভিষেক।  

ফুকুশিরো নুকাগা একজন জাপানি রাজনীতিবিদ যিনি ২০২৩ সালের অক্টোবর থেকে প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য, এবং ১৯৮৩ সাল থেকে প্রতিনিধি পরিষদে রয়েছেন। সূত্রের খবর, ভারতের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে তিনিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সর্বদলীয় দোল দেশের ফেরার পর যেন সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়। মমতার বক্তব্য, ''ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে গোটা বিশ্ব ঘুরে ঘুরে এই প্রতিনিধি দল জানাচ্ছে। এই উদ্যোগে আমি খুশি। তবে সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংক্রান্ত যাবতীয় খবরাখবর সবার আগে দেশবাসীর জানা উচিত। তাই চাইছি, সর্বদলের প্রতিনিধিরা বিদেশ ভ্রমণ সেরে ফিরে আসার পর সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক।'' বাংলার মুখ্যমন্ত্রী এও মনে করিয়ে দেন, দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে তা সমর্থন করবে তৃণমূল কংগ্রেস সরকার।


ভিডিও স্টোরি