শেষ আপডেট: 5th January 2025 10:14
দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছরই আমেরিকায় তুষারঝড় হয়ে থাকে, তবে এবার তা বেশ মারাত্মক আকার ধারণ করেছে। আমেরিকার একটি বিশাল অঞ্চল রয়েছে, যা আইস জোন বা ব্লিজার্ড জোন নামে পরিচিত। এই এলাকাগুলি তুষারঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত, এই অঞ্চলগুলো হচ্ছে আমেরিকার উচ্চ মধ্যপশ্চিম এবং গ্রেট সমভূমি। এবারও ভয়াবহ এক তুষারঝড়ের মুখোমুখি হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ তুষারঝড়। আর কিছুক্ষণের মধ্যেই তা ভয়ঙ্কর রূপ নেবে বলে জানা গিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্বাঞ্চলের বহু রাজ্যে তুষারঝড়, বরফ, শীতল তাপমাত্রা এবং যাতায়াতের সমস্যার সম্ভাবনা রয়েছে। প্রায় ৬০ মিলিয়ন মানুষ (৬ কোটি) ঝড়ের প্রভাবে পড়তে পারে এবং তা সোমবার পর্যন্ত চলবে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়ের কারণে তুষারপাত, বরফ জমা এবং ঝোড়ো হাওয়ার ফলে মিশিগান, মিসৌরি, ভার্জিনিয়া সহ বেশ কিছু রাজ্যে যাতায়াতে সমস্যা তৈরি হবে। বিশেষত ক্যানসাস, মিসৌরি এবং ভার্জিনিয়াতে বড় ধরনের ঝড় হবে। রাস্তাগুলো পারাপারের জন্য বিপজ্জনক হয়ে উঠবে।
এছাড়া, নিউ ইয়র্ক এবং পেনসিলভানিয়ার কিছু অংশে বড় তুষারপাত হতে পারে, যা কয়েক ফুট পর্যন্ত জমতে পারে। ঝড়ের ফলে বিমানবন্দরেও বন্ধ থাকতে পারে ফ্লাইট। এদিকে, আবহাওয়ার কারণে ক্যানসাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত এলাকায় বরফ জমে গিয়ে রাস্তা বিপজ্জনক হয়ে উঠবে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ারও আশঙ্কা রয়েছে।
বিশেষ করে অ্যাপালাচিয়ান অঞ্চলে এই ঝড়ের প্রভাব মারাত্মক হতে পারে, কারণ সেখানে পূর্বের ঘূর্ণিঝড়ের ক্ষতির পরিমাণ এখনও কাটেনি। কেন্টাকি রাজ্যের গভর্নর জানিয়েছেন, এই ঝড়ের কারণে যাতায়াতে ব্যাপক সমস্যা হতে পারে। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যেতে পারে। মিসৌরি এবং ভার্জিনিয়াও জরুরি অবস্থা ঘোষণা করেছে।