Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া
Iran News

Iran: ইরানের জনসংখ্যা বাংলার থেকেও কম! পশ্চিম এশিয়ার এই দেশের কথা এক নজরে!

নানা ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগলিক বৈশিষ্ট্য নিয়ে ইরান এক অনন্য রাষ্ট্র, যার বর্তমান জনসংখ্যা প্রায় ৯২ মিলিয়ন বা ৯ কোটি ২০ লক্ষ। 

Iran: ইরানের জনসংখ্যা বাংলার থেকেও কম! পশ্চিম এশিয়ার এই দেশের কথা এক নজরে!

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 21 June 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের (Israel) সাম্প্রতিক হামলার পর পশ্চিম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান (Iran news update) আবারও উঠে এসেছে বিশ্ব সংবাদের কেন্দ্রে। নানা ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগলিক বৈশিষ্ট্য নিয়ে ইরান এক অনন্য রাষ্ট্র, যার বর্তমান জনসংখ্যা প্রায় ৯২ মিলিয়ন বা ৯ কোটি ২০ লক্ষ। অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যার (West Bengal Population) থেকেও সামান্য কম।

ভৌগলিক বিস্তার ও কৌশলগত গুরুত্ব
কাস্পিয়ান সাগর থেকে ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত ইরান প্রায় ১৬.৫ লক্ষ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত, যা এটিকে বিশ্বের ১৭তম বৃহত্তম দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইরানের দক্ষিণ উপকূল ঘেঁষে রয়েছে হরমুজ প্রণালি, যেখান দিয়ে বিশ্বে ব্যবহৃত প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয়—এই একটি কারণে বিশ্ব রাজনীতিতে ইরানের গুরুত্ব অপরিসীম।

জনবিন্যাস ও শহরগুলোর তাৎপর্য
ইরানের পশ্চিম অংশে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক বেশি। রাজধানী তেহরানেই বাস করে প্রায় ৯৬ লক্ষ মানুষ। ৬ হাজার বছরের পুরনো এই শহরটি আলবোরজ পর্বতের পাদদেশে অবস্থিত। 
দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ (৩.৪ মিলিয়ন) ইসলামিক পুণ্যস্থান হিসেবে খ্যাত, যেখানে ইমাম রেজার মাজার রয়েছে। এছাড়া ইসফাহান (২.৩ মিলিয়ন), শিরাজ, তাবরিজ, কারাজ, কোম এবং আহভাজ—সবই ইরানের সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র।

মাশহাদ

অর্থনীতি ও শিক্ষা
ইরানের জিডিপি তথা মোট ঘরোয়া উৎপাদন বর্তমানে ৪১৮ বিলিয়ন ডলার, যা বিশ্ব অর্থনীতির পরিপ্রেক্ষিতে ৩৬তম স্থানে। দেশে বেকারত্বের হার প্রায় ৭.২ শতাংশ। তবে শিক্ষার দিক থেকে দেশটি যথেষ্ট এগিয়ে—প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ৮৯ শতাংশ, আর যুবদের ক্ষেত্রে তা প্রায় ৯৯ শতাংশ ছুঁয়েছে।

জনসংখ্যার কাঠামো
রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী, ইরানের প্রায় ৬০ শতাংশ জনগণ ৩৯ বছরের নিচে। গড় বয়স ৩৩-৩৪। শহরকেন্দ্রিক বসবাস প্রবণতা রয়েছে। ৭৭ শতাংশ মানুষই শহরে বাস করেন। তবে সাম্প্রতিক বছরগুলিতে কর্মসংস্থানের অভাবে দেশ থেকে পেশাদারদের অভিবাসনের হার বেড়েছে।

জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য
ইরানে পার্সিয়ানরা সংখ্যাগরিষ্ঠ (৬১%) হলেও উল্লেখযোগ্য সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে রয়েছে আজারবাইজানি (১৬%), কুর্দি (১০%), লুর, আরব, বালোচ ও তুর্কিক জাতিগোষ্ঠী। ধর্মীয় দিক থেকে দেশটি প্রধানত শিয়া মুসলিম অধ্যুষিত (প্রায় ৯০%)। তবে সুন্নি, বাহাই, খ্রিস্টান, জরাথুস্ট্রীয়, ইহুদিদের একটি ক্ষুদ্র কিন্তু উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।

ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য
সরকারি ভাষা ফারসি হলেও দেশের বিভিন্ন প্রান্তে আজারি, কুর্দি, আরবি, বালোচি ইত্যাদি ভাষাও প্রচলিত। সীমান্ত অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর কারণে স্থানীয় রাজনীতি ও সংস্কৃতিতে ভিন্নতা রয়েছে।

ইরান শুধু ইতিহাসনির্ভর প্রাচীন সভ্যতার ধারকই নয়, বরং একটি জটিল বৈচিত্র্যপূর্ণ সমাজব্যবস্থা এবং ভৌগলিকভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানকে বোঝার জন্য তার ভূগোল, জনসংখ্যা ও জাতিগত বৈচিত্র্যকে গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন।

তথ্যসূত্র: আল জাজিরা


ভিডিও স্টোরি