শেষ আপডেট: 16th October 2024 23:46
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার অবস্থা খারাপ থেকে আরও খারাপতর হচ্ছে। লেবাননে ঢুকে হিজবুল্লার ওপর হামলা চালাচ্ছে ইজরায়েল সেনা। ওদিকে তাঁরাও প্রত্যাঘাত করছে। পাশাপাশি ইরান, ইয়েমেন আক্রমণ করছে ইজরায়েলকে। এই পরিস্থিতির মধ্যে চিন্তা বাড়ছে ভারতের। কারণ দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে অন্তত ৯০০ ভারতীয় সেনা! কী কারণে তাঁদের ওখানে পাঠানো হয়েছে?
রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর সদস্য এই ভারতীয় সেনারা। আরও একাধিক দেশের জওয়ানদের মতো ভারতীয় সেনা-জওয়ানরাও এই বাহিনীতে রয়েছেন। তাঁদেরকেই দক্ষিণ লেবানন সীমান্তে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে ওই প্রদেশে হামলা চালিয়েছে আইডিএফ। তাই শান্তিরক্ষী বাহিনীর ভারতীয় সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির।
ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক ভাল। তাই আগে থেকে সতর্কবার্তা তাঁরা দিয়েই রেখেছিল যে, লেবানন সীমান্তে হামলা হবে। হয়েছেও তাই। প্রথমে এয়ারস্ট্রাইক এবং তারপর সার্জিক্যাল স্ট্রাইক করে হিজবুল্লার বিরুদ্ধে লড়ছে ইজরায়েল সেনা। সেই 'যুদ্ধে' ইতিমধ্যে রাষ্ট্রপুঞ্জের বাহিনীর অন্য দেশের একাধিক সদস্য আহত হয়েছেন। ভারতের ৯০০ সেনা কী অবস্থায় আছে তা নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে দেশবাসীর।
আগেই আমেরিকা, ভারত এমনকী রাষ্ট্রপুঞ্জ ইজরায়েলকে শান্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছিল। কিন্তু কারও কথায় কান দেননি সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্পষ্ট বলেছিলেন, হিজবুল্লাকে পুরোপুরি খতম না করা পর্যন্ত তিনি থামবেন না। তবে রাষ্ট্রপুঞ্জের বাহিনীতে হামলা প্রসঙ্গে আইডিএফ ক্ষমা চেয়েছে। তাঁদের বক্তব্য, অসাবধানতাবশত এমন ঘটনা ঘটেছে। একই সঙ্গে তাঁরা ফের সতর্ক করেছে রাষ্ট্রপুঞ্জকে। কিন্তু তাঁরা বাহিনী সরাতে নারাজ।