ওমান উপকূলের সমুদ্রে উল্টে গেছে তেলের ট্যাঙ্কার
শেষ আপডেট: 17 July 2024 17:28
দ্য ওয়াল ব্যুরো: ১৬ জন কর্মী নিয়ে ওমান উপকূলে মাঝ সমুদ্রে উল্টে গেছে তেলের ট্যাঙ্কার। এই দুর্ঘটনার খবর আসতেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। সূত্রের খবর, ইতিমধ্যে ট্যাঙ্কারের ৯ জন সদস্যকে উদ্ধার করা গেছে। তাঁদের মধ্যে ৮ জনই ভারতীয়। বাকিদের খোঁজ এখনও চলছে।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার(এমএসসি) জানিয়েছে, এই দুর্ঘটনা ঘটেছিল গত সোমবার। একটি কমোরো-পতাকাবাহী তেল ট্যাঙ্কার বন্দর শহর ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে কিছুটা দক্ষিণ-পূর্বে ডুবে গেছিল। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়।
এই ট্যাঙ্কারে ১৬ জন নৌকর্মী ছিলেন বলে জানা গেছে। যাদের মধ্যে ১৩ জন ভারতীয় আর তিনজন ক্রু শ্রীলঙ্কার বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সেই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর অবশেষে ৯ জনকে উদ্ধার করতে পেরে আরও আশাবাদী হয়ে উঠেছে উদ্ধারকারী দল।
ওমানের সমুদ্রে এই দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হয়ে ভারতীয় প্রশাসনও কাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই ওমান সরকার এবং উপকূলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। পাশাপাশি ভারতীয় নৌসেনাও ওই এলাকায় অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, আবহাওয়াজনিত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি করা হয়েছিল। ১১৭-মিটার দীর্ঘ তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়ে ডুবে গিয়েছে। ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রে পড়েছে কি না, সেই বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। কী কারণে এই দুর্ঘটনা সেটাও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।