Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট
Oil Tanker In Oman

ওমান ট্যাঙ্কার দুর্ঘটনা: উদ্ধার ৮ ভারতীয় সহ ৯ জন, বাকিদের খোঁজ এখনও অব্যাহত

দুর্ঘটনার খবর আসতেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।

ওমান ট্যাঙ্কার দুর্ঘটনা: উদ্ধার ৮ ভারতীয় সহ ৯ জন, বাকিদের খোঁজ এখনও অব্যাহত

ওমান উপকূলের সমুদ্রে উল্টে গেছে তেলের ট্যাঙ্কার

শেষ আপডেট: 17 July 2024 17:28

দ্য ওয়াল ব্যুরো: ১৬ জন কর্মী নিয়ে ওমান উপকূলে মাঝ সমুদ্রে উল্টে গেছে তেলের ট্যাঙ্কার। এই দুর্ঘটনার খবর আসতেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। সূত্রের খবর, ইতিমধ্যে ট্যাঙ্কারের ৯ জন সদস্যকে উদ্ধার করা গেছে। তাঁদের মধ্যে ৮ জনই ভারতীয়। বাকিদের খোঁজ এখনও চলছে। 

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার(এমএসসি) জানিয়েছে, এই দুর্ঘটনা ঘটেছিল গত সোমবার। একটি কমোরো-পতাকাবাহী তেল ট্যাঙ্কার বন্দর শহর ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে কিছুটা দক্ষিণ-পূর্বে ডুবে গেছিল। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। 

এই ট্যাঙ্কারে ১৬ জন নৌকর্মী ছিলেন বলে জানা গেছে। যাদের মধ্যে ১৩ জন ভারতীয় আর তিনজন ক্রু শ্রীলঙ্কার বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সেই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর অবশেষে ৯ জনকে উদ্ধার করতে পেরে আরও আশাবাদী হয়ে উঠেছে উদ্ধারকারী দল। 

ওমানের সমুদ্রে এই দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হয়ে ভারতীয় প্রশাসনও কাজ শুরু করেছে।  অল্প সময়ের মধ্যেই ওমান সরকার এবং উপকূলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। পাশাপাশি ভারতীয় নৌসেনাও ওই এলাকায় অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, আবহাওয়াজনিত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি করা হয়েছিল। ১১৭-মিটার দীর্ঘ তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়ে ডুবে গিয়েছে। ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রে পড়েছে কি না, সেই বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। কী কারণে এই দুর্ঘটনা সেটাও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।  


ভিডিও স্টোরি