শেষ আপডেট: 12th July 2024 12:26
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টির জেরে ভূমিধস আর তাতেই নদীতে পড়ে যায় দুটি যাত্রীবোঝাই বাস। নেপালে ঘটেছে এই মর্মান্তিক এই ঘটনা। দুটি বাস মিলিয়ে ৬৩ থেকে ৬৫ জন নিখোঁজ বলে প্রথমে জানা গেছিল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ওই নিখোঁজ যাত্রীদের মধ্যে ৭ ভারতীয় ছিলেন, তাঁদের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ ধসের কবলে পড়ে ত্রিশূলি নদীতে ভেসে গেছে দুটি বাস। নেপালের চিতোয়ান জেলার সিমালতাল এলাকায় নারায়ণঘাট-মাংলিং সড়কে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। ওই সড়কের ওপর দিয়ে বাস দুটি যাওয়ার সময়ই আচমকা ধস নামে। নিমেষের মধ্যে দুটি বাস ছিটকে পড়ে নীচের উত্তাল ত্রিশূলি নদীতে।
স্থানীয় সূত্রে খবর, দুটি বাসের মধ্যে একটিতেই ছিলেন ওই ভারতীয়রা। তারা বীরগঞ্জ থেকে কাঠমান্ডু ফিরছিলেন। আবহাওয়া ভীষণ খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেও যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন। ইতিমধ্যে নারায়ণঘাট-কাঠমান্ডু সড়ক ১৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
#WATCH | Rescue and search operation underway after two buses carrying around 63 passengers were swept away into the Trishuli River due to a landslide on the Madan-Ashrit Highway in Central Nepal this morning.
— ANI (@ANI) July 12, 2024
(Source: Nepali Army's 'X' handle) pic.twitter.com/hMcwRVaogi
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও এখনও কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধারকারী দলের। অবিরাম বৃষ্টির জেরে নিখোঁজ বাসগুলির সন্ধান পেতে কার্যত নাজেহাল হতে হচ্ছে তাঁদের। তবে হাজারো প্রতিকূলতার মধ্যে উদ্ধারকাজ জারি রাখা হয়েছে। যদিও আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।