শেষ আপডেট: 21st January 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: ইস্তানবুলের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিহত কমপক্ষে ৬৬ এবং ৫১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। মঙ্গলবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ উত্তর পশ্চিম তুরস্কের কার্তালকায়া রিসর্টে আগুন লেগে যায় বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।
রাজধানী শহর আঙ্কারার প্রায় ১৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত রিসর্টে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন তুরস্ক সরকারের উচ্চপদস্থ একাধিক মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, “দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জন প্রাণ হারিয়েছেন। ৫১ জন গুরুতর আহত হয়েছেন।” তিনি আরও জানিয়েছেন, এদিন ১২ তলা গ্র্যান্ড কার্টাল হোটেলে ভোর রাত ৩টে ২৭ মিনিটে আগুন লেগে যায়। বিল্ডিংটি কাঠের তৈরি হওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়। পরে ঘটনাস্থলে পুলিশ, দমকলবাহিনী এসে জোরকদমে উদ্ধারকাজে হাত লাগান।
???????? Ski resort #hotel catches fire in #Turkey, killing 10 pic.twitter.com/M8uxTfIote
— News.Az (@news_az) January 21, 2025
জানা গেছে, ছুটির হোটেলটিতে মোট ২৩৪ জন অতিথি ছিলেন। ভয়াবহ আগ্নিকাণ্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, জানালাতে দড়ি ঝুলিয়ে অতিথিদের নিরাপদে বের করে নিয়ে আসছেন উদ্ধারকারীরা। তবে এদিন আগুন লাগার পর প্রাণে বাঁচতে হোটেলের জানলা দিয়ে ৩ জনের লাফ দিয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। কীভাবে এতবড় ঘটনা ঘটল তা জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
আগুনের তীব্রতা এত বেশি ছিল যে হোটেলে থাকা অনেক অতিথির ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ভোররাতে কেউ কিছু বুঝে ওঠার আগেই মারাত্মক আকার নেয় আগুন। শেষ পাওয়া খবর, ঘটনাস্থলে ১০টির বেশি দমকলের ইঞ্জিন এলেও আগুন নেভাতে বেশ পেতে হচ্ছে কর্মীদের। জানা যাচ্ছে, এখনও রিসর্টটি পুরোপুরি বিপদমুক্ত হয়নি। সেখানে আর কেউ আটকে রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আগুনে সেটি ভস্মীভূত হয়ে গেছে বলে খবর।
যেখানে আগুন লেগেছে সেটি একটি ‘স্কি’ রিসর্ট। উত্তর তুরস্কের বোলু শহরে অবস্থিত। যার চারপাশে বরফে ঢাকা। মাঝে রয়েছে কাঠের এই রিসর্টটি তৈরি। অনেক পর্যটকদের পছন্দের জায়গা এটি।