রকেট হামলায় ছিন্নভিন্ন লেবানন।
শেষ আপডেট: 24th September 2024 07:39
দ্য ওয়াল ব্যুরো: হাতে হাতে পেজার বিস্ফোরণ দিয়ে শুরু হয়েছিল আক্রমণ। পেজারের পরে ওয়াকিটকি দিয়েও ঘটানো হয়েছিল একাধিক হামলা। এবার সরাসরি রকেট দেগেছে ইজরায়েল। ছিন্নভিন্ন করে দিয়েছে লেবাননকে। সোমবারের এই ভয়াবহ আক্রমণে অন্তত ৪৯২ জন নিহত বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছে ৫টি শিশু। আহত প্রায় হাজার দুয়েক মানুষ।
এ যেন আর এক গাজার উত্থান দেখছে বিশ্ববাসী। গত সপ্তাহ থেকে পরপর ছোট-বড় বিস্ফোরণ ঘটতেই থাকছে লেবাননে। শুক্রবারও রকেট হানা প্রাণ নিয়েছিল ১০০ জনের। সোমবার তা পরিণত হল বিরাট বড় রকেট হামলায়। ইজরায়েল-লেবানন সীমান্ত এলাকা ইতিমধ্যেই প্রায় খালি হয়ে গিয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন হাজার হাজার মানুষ। দুই দেশেরই সীমান্ত এলাকায় বসবাসকারীরা প্রাণ হাতে করে বাঁচছেন সন্তান-পরিবার নিয়ে, না জানি কখন বাড়ির ছাদে আছড়ে পড়ে বোমা। ঠিক গাজার মতোই পরিস্থিতি!
বস্তুত, লেবাননের উপর ইজরায়েলের এই হামলার কারণও গাজা। প্রায় এক বছর ধরে ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাসের মধ্যে যে যুদ্ধ চলছে, তাতে গাজা ও ওয়েস্টব্যাঙ্ক মিলিয়ে কয়েক হাজার মানুষ মারা গিয়েছেন, যার মধ্যে রয়েছেবহু সংখ্যক শিশু। গোড়া থেকেই এই যুদ্ধে প্যালেস্তাইন এবং হামাসকে সমর্থন করছে লেবানন। তাতেই লেবাননের উপর খেপেছে ইজরায়েল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাকে লক্ষ্য করে একেরপর এক হামলা চালায়। ছোট-বড় মিলিয়ে সংখ্যাটা হাজারের বেশি।
অন্যদিকে, হিজবুল্লার তরফেও পাল্টা রকেট ফেলা হয়েছে ইজরায়েলের পাঁচটি জায়গায়। জানা গেছে, লেবানন থেকে রকেট উড়ে আসতে দেখেই সাইরেন বেজে ওঠে উপকূলবর্তী হাইফাতে। একদিন আগেও সেখানে হামলা হয়।
Over 100 killed—mostly women, children, and medics—and 400 wounded in today’s Israeli bombings of South Lebanon.
— sarah (@sahouraxo) September 23, 2024
This is a massacre of civilians. pic.twitter.com/c81RTMHBnN
এই পরিস্থিতিতে ইজরায়েল এবং লেবানন, দু'পক্ষকেই যুদ্ধবিরতির আবেদন জানিয়েছে আন্তর্জাতিক মহল। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি বলেন, ইজরায়েল লেবাননকে শ্মশানে পরিণত করতে চাইছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই হিজবু্ল্লাকে নিকেশ করতে উঠেপড়ে লেগেছে তারা। হিজবুল্লাও পাল্টা ডাক দিয়েছে যুদ্ধের।
এই অবস্থায় ইজরায়েলকে অস্ত্রশস্ত্রের জোগান দিয়ে চলেছে বন্ধুরাষ্ট্র আমেরিকা। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার ডানিয়েছেন, অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে ইজরায়েল সীমান্ত অঞ্চলে। এর আগেও যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি পাঠানো হয়েছিল ইজরায়েলকে।
হাজার হাজার মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে বেইরুটের দিকে পালাচ্ছেন। ঘরছাড়া মানুষকে ঠাঁই দিতে স্থানীয় স্কুলগুলিতে ত্রাণ শিবির খোলা হচ্ছে। এদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালানো রাশিয়া ইজরায়েল ও হিজবুল্লাকে উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে। দুই তরফকেই সংযত থাকার পরামর্শ দিয়েছে ক্রেমলিন কর্তৃপক্ষ। রুশ মুখপাত্র বলেছেন, পরিস্থিতি ক্রমশ খারাপ দিকে গড়াচ্ছে। যা আমাদের সকলের পক্ষেই উদ্বেগজনক।