শেষ আপডেট: 14th October 2024 08:22
দ্য ওয়াল ব্যুরো: নতুন করে উত্তাপ বাড়ল আরব দুনিয়ায়। ইজরায়েল-লেবানন সংঘাতে নয়া মোড়। আইডিএফ-এর বেস ক্যাম্পে হামলা চালিয়েছে হিজবুল্লা গোষ্ঠী। তাতে একাধিক জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। ইজরায়েলি সেনা যে ক্রমাগত লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল তারই পাল্টা দিয়েছে হিজবুল্লা। এতে 'যুদ্ধ' পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করা হচ্ছে।
আইডিএফ-এর তরফে বলা হয়েছে, হাইফার নিকটবর্তী বিনহাইমিয়ার ট্রেনিং ক্যাম্পে ড্রোন হামলা করেছে হিজবুল্লা। এই ঘটনায় ৪ জওয়ানের মৃত্যু হয়েছে। গত ২৩ সেপ্টেম্বরের পর এটাই সবথেকে বড় হামলা হয়েছে ইজরায়েল সেনার ওপর। মৃত্যু ছাড়াও অন্তত ৬০ জন জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে সূত্রের খবর।
এই হামলার পর ইজরায়েলকে চরম হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লা গোষ্ঠী। তাদের স্পষ্ট বার্তা, এই ড্রোন হামলা কিছুই নয়। আইডিএফ যদি লেবাননে হামলা না থামায় তাহলে এর থেকে আরও কয়েকগুণ বেশি হামলার সাক্ষী থাকতে হবে ইজরায়েলকে। যদিও বেঞ্জামিন নেতানিয়াহু থেমে যাওয়ার পাত্র নন। ইজরায়েল প্রধানমন্ত্রীও জানিয়েছেন, তিনি সব রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।
শেষ পাওয়া খবর অনুযায়ী, গত ৩০ ঘণ্টায় ইজরায়েলের একাধিক প্রান্তে তিনশোরও বেশি মিসাইল হামলা করেছে হিজবুল্লা। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শনিবার থেকে লাগাতার আকাশপথে আক্রমণ চালিয়ে ইজরাইয়েলি সেনার বিভিন্ন ডেরা ধ্বংস করে দেওয়া হয়েছে। গাজার একটি ট্রেনিং স্কুলেও হামলা চলে বলে খবর। একাধিক সেনা গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইজরায়েল।
জানানো হয়েছে, রকেট লঞ্চার, কম্যান্ড পোস্ট-সহ একাধিক জায়গায় হিজবুল্লা হামলা চালিয়ে বিপুল অস্ত্র ভাণ্ডার গুঁড়িয়ে দিয়েছে। অন্যদিকে, পাল্টা লেবাননের মসজিদেও হামলা চালিয়ে সেটিকে গুঁড়িয়ে দিয়েছে আইডিএফ বলে খবর।