শেষ আপডেট: 27th September 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো: কয়েক বছর আগে বাজারে এসেছিল আত্মহত্যার যন্ত্র 'সুইসাইড পড।' সেচ্ছামৃত্যু চাইলে এই যন্ত্রে ঢুকে পড়লেই শেষ। সম্প্রতি এই যন্ত্র ব্যবহার করে এক ব্যক্তির মৃত্যু হয়। আর তার মৃত্যুর পরই চার জনকে গ্রেফতার করল সুইৎজারল্যান্ডের পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, মারিসাউসেন মিউনিসিপ্যালিটিতে সোমবার সুইসাইড পড 'সার্কো' প্রথমবারের জন্য ব্যবহার করা হয়। তাতে মৃত্যু হয় এক ব্যক্তির। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার জন্য ৪ জনকে গ্রেফতার করা হয়।
শারীরিক ভাবে অসুস্থ বা কোনও রোগে ভুগছেন বহুদিন ধরে, এমন কেউ যদি সেচ্ছামৃত্যু চায়, তাকে সাহায্য করার জন্য আনা হয়েছিল এই সুইসাইড পড। যেকেউ চাইলেই এটা ব্যবহার করতে পারবেন, এমন নয়।
সুইসাইড পড ব্যবহারের জন্য একাধিক পদক্ষেপ রয়েছে। আত্মহত্যা বৈধ এমন এলাকার মানুষ এটা ব্যবহার করতে পারবে। তবে ব্যবহার করার আগে আবেদন জানাতে হবে। আবেদন খতিয়ে দেখবে কর্তৃপক্ষ। ঠিক কেন কেউ আত্মহত্যা করতে চাইছে তা দেখা হবে। শারীরিক কোনও সমস্যা থাকলে, এবং পুরো বিষয়টি বিবেচনা করে তবেই অনুমতি দেওয়া হবে।
যে দেশে আত্মহত্যা অবৈধ, সে দেশের কেউ যদি এসে আত্মহত্যার আবেদন জানায়, তাহলে তা খারিজ করা হবে।
‘এক্সিট ইন্টারন্যাশনাল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই যন্ত্রটি তৈরি করে কয়েক বছর আগে। সংস্থার অধিকর্তা ফিলিপ নিটশে। তিনি ‘ডক্টর ডেথ’ হিসেবেও পরিচিত। তিনিই আবিষ্কার করেছেন সারকো। যন্ত্রটি বাইরে থেকে তো নিয়ন্ত্রণ করা যাবেই, সেই সঙ্গে কফিন আকৃতি এই যন্ত্রের ভিতরে ঢুকে ভিতর থেকেও চালু করা যাবে। এর পরে কৃত্রিম উপায়ে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে ও নাইট্রোজেনের পরিমাণ বাড়বে। ফলে এক মিনিটেরও কম সময়ের মধ্যে মারা যাওয়া যাবে।
সোমবার জানা যায়, এই যন্ত্র ব্যবহার করে ৬৪ বছরের একজন মহিলার মৃত্যুবরণ করেছেন। তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন বহুদিন ধরে। ঘটনায় একজন সাংবাদিক, এক সংস্থার কো-প্রেসিডেন্ট ও দুজন সুইস ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃত্যুর সময় ওই মহিলার কাছে ছিলেন কো-প্রেসিডেন্ট। 'শান্তির মৃত্যু' ঘটনা নিয়ে এমনই মন্তব্য করেছেন তিনি। পুলিশের তরফে এই নিয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেওয়া হয়নি। ঠিক কেন মহিলার মৃত্যু হয়েছে বা কেন মহিলা মৃ্ত্যুকেই বেছে নিল, সেনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।