শেষ আপডেট: 13th October 2023 08:53
দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন অজয়ে’র প্রথম চার্টার উড়ানে যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন ২১২ জন ভারতীয় নাগরিক। এরমধ্যে রয়েছে এক শিশু ও ২১১ জন প্রাপ্তবয়স্ক নাগরিক। শুক্রবার সকালে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় বিশেষ এই বিমানটি।
বৃহস্পতিবার, স্থানীয় সময় রাত ১০টা বেজে ১৪ মিনিটে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল ‘অপারেশন অজয়ে’। উদ্ধার হওয়া যাত্রীদের স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
গত প্রায় এক সপ্তাহ ধরে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল। গাজায় হামাস গোষ্ঠীর লাগাতার রকেট আক্রমণের মধ্যে দিয়ে যে যুদ্ধের শুরু, তা ক্রমশ ভয়াল রূপ ধারণ করছে। এই পরিস্থিতিতে ইজরায়েলে আটকে পড়া বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে দেশে ফিরতে সাহায্য করেছে কেন্দ্র। আর এবার সেদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে বৃহস্পতিবার থেকেই ‘অপারেশন অজয়’ এর মিশন শুরু হয়েছিল।
বুধবার রাতে এ বিষয়ে এক্স হ্যান্ডলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছিলেন, “যে সকল ভারতীয় এই যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েল থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাঁদের জন্য ভারত সরকারের উদ্যোগে অপারেশন অজয় চালু করা হচ্ছে। বিশেষ চার্টার ফ্লাইট এবং অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে। ভিনদেশে আটকে পড়া আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখভালের জন্য আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”
ভারত সরকার আগেই জানিয়েছিল যে, ইজরায়েলে প্রায় ১৮,০০০ ভারতীয় থাকেন। তাঁরা এইসময় যেভাবেই হোক, দেশে ফিরতে চেয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েই শুরু হল ‘অপারেশন অজয়’। বুধবার রাতেই ইজরায়েলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, গত কয়েকদিনের যুদ্ধ পরিস্থিতির জেরে অনেক নাগরিকই দেশে ফিরতে চেয়ে দূতাবাসে আবেদন করেছেন। ইতিমধ্যে যুদ্ধের দেশ থেকে নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে প্রথম উড়ান। ধাপে ধাপে সকলকেই ভারতে ফেরানো হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।