শেষ আপডেট: 26th September 2024 10:08
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় দশ দিনের ব্যবধানে দুটি হিন্দু মন্দিরে বড় ধরনের হামলা হয়েছে। ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কে স্বামীনাথন মন্দিরে হামলা হয়। ক্যালফোর্নিয়ায় হামলা চালানো হয় গতকাল বুধবার। দুই মন্দির চত্বরেই ‘হিন্দুরা দূর হটো’ বলে পোস্টার সেঁটে দিয়ে যায় হামলাবাজেরা।
স্বামীনাথন মন্দির আমেরিকায় বসবাসকারী হিন্দুদের অন্যতম তীর্থস্থান। মন্দিরে হামলার ঘটনা জানতে পেরে সে দেশের নানা প্রান্ত থেকে হিন্দুরা সেখানে জড়ো হন। এখনও পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি কারা এই হামলার সঙ্গে জড়িত। মন্দিরগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শিখদের উগ্রবাদী সংগঠন এই হামলা করে থাকতে পারে। যদিও কোনও সংগঠন এই হামলার দায় ঘোষণা করেনি।
আমেরিকায় শিখ উগ্রবাদীরা এর আগে ভারতীয় দূতাবাসে একাধিকবার হামলা চালিয়েছে। স্বামীনাথন মন্দিরেও একাধিকবার হামলা হয়। শিখ উগ্রবাদীদের হামলার প্রতিবাদে প্রবাসী ভারতীয়রা পাল্টা সমাবেশ করে। কয়েকবার পাল্টাপাল্টি সমাবেশ করে দু’পক্ষ।