পুলিশ জানিয়েছে, সপ্তাহখানেক পর ইজরায়েলি দূতাবাসের ওই তরুণ কর্মীর বিয়ে হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটি মূলত গাজার মানুষের জন্য কীভাবে জোটবদ্ধ হয়ে কাজ করা যায়, তার ওপরই কেন্দ্র করে অনুষ্ঠিত হয়।
শেষ আপডেট: 22 May 2025 18:38
দ্য ওয়াল ব্যুরো: ওয়াশিংটনের (Washington) রাস্তায় ইজরায়েলি দূতাবাসের (Israeli embassy) দুই কর্মীকে খুনের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে ইহুদি বিদ্বেষ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্পেশ্যালে ট্রাম্প লিখেছেন, ঘৃণা ও উগ্রবাদের কোনও স্থান নেই যুক্তরাষ্ট্রে। এমন বিদ্বেষের অবসান দরকার।
ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান দেখে ফেরার পথে দূতাবাসের ওই দুই কর্মীকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। তাঁদের একজন তরুণ, আর একজন তরুণী। পুলিশ জানিয়েছে, সপ্তাহখানেক পর ইজরায়েলি দূতাবাসের ওই তরুণ কর্মীর বিয়ে হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটি মূলত গাজার মানুষের জন্য কীভাবে জোটবদ্ধ হয়ে কাজ করা যায়, তার ওপরই কেন্দ্র করে অনুষ্ঠিত হয়।
এলিয়াস রদ্রিগেজ নামের যে ব্যক্তিকে পুলিশ আটক করেছে সে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর বাসিন্দা। স্থানীয় পুলিশ জানিয়েছে, তদন্ত পথেই এগচ্ছে। ধৃত ব্যক্তি থেকে থেকে ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিচ্ছে। পুলিশ এবং ইজরায়েলি দূতাবাস নিবতদের নাম প্রকাশ করেনি।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ইহুদি জাদুঘরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বের হওয়ার সময় ওই দুই কর্মীকে কাছ থেকে গুলি করা হয়। আমরা আশাকরি, স্থানীয় পুলিশ যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতিনিধি ও ইহুদি সম্প্রদায়কে রক্ষা করবে।’
এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়েছেন উদ্যোক্তারা। আমেরিকান জিউশ কমিটির তরফে জোজো কালিন বলেন, ‘আমি নিহতদের চিনতাম না। তবে এক ধরনের অপরাধবোধ কাজ করছে। আমাদের আয়োজিত একটি অনুষ্ঠান দেখতে এসে তাঁদের প্রাণ দিতে হল।