ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এখনই হামলায় ইরানের দু’জন দক্ষ পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন।
শেষ আপডেট: 13 June 2025 06:00
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন, আগেই জানা গিয়েছিল। দেশেটির সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এখনই হামলায় ইরানের দু’জন দক্ষ পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। নিহতরা হলেন, ফেরেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহদি তেহরানচি। ইরান এই হামলার কড়া জবাব দেবে বলে হুমকি দিয়েছে। ফারেদিন বিগত আড়াই দশক ধরে ইরানের পারমানবিক শক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।
ইজরায়েলি হামলায় নিহত ইসলামিক রেভুল্যুশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি
ইরানি সেনা জেনারেল স্টাফের মুখপাত্র আবুলফজল শেখারচি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা হামলার জবাব দিতে প্রস্তুত হচ্ছি। ইরানের জবাব ইজরায়েলকে হতবাক করে দেবে।’ এদিকে, নতুন করে ইজরায়েলি হামলার আশঙ্কায় ইরান দেশে যাত্রী বিমান পরিষেবা আপাতত স্থগিত রেখেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আায়াতুল্লহ আলি খোমেনি।
ইজরায়েল শুক্রবার ভোরে ইরানের যে শহরে পরমাণু অস্ত্র গবেষণা কেন্দ্রে হামলা চালায় সেই নাতাঞ্জ শহরটি তেহরান থেকে ২২৫ কিলোমিটার দূরে অবস্থিত। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, ওখানে পরমাণু বোমা তৈরি করছিল ইরান। ইরানের আক্রমণের আশঙ্কায় ইজরায়েল আগাম হামলা চালিয়েছে বলে নেতানিয়াহু দাবি করেছেন। তবে এরপরও আতঙ্কে আছে দেশটি। ইরানের হামলার আশঙ্কায় দেশে জরুরি অবস্থা জারি করেছেন নেতানিয়াহু।
ইরান জানিয়েছে, মেজর জেনারেল হোসেইন সালামি ছাড়াও আরও কয়েকজন সেনাকর্তা হামলায় মারা গিয়েছেন। কীভাবে ইজরায়েল টার্গেট কিলিং করতে পারল তা খতিয়ে দেখা শুরু করেছে তারা। রাজধানী তেহরানে নয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তার মধ্যে দুটি আবাসিক এলাকাও আছে। তবে সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইরান এখনও কিছু জানায়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলিতেও কোনও এই ব্যাপারে কোনও খবর নেই।