শেষ আপডেট: 9th December 2023 09:03
দ্য ওয়াল ব্যুরো: ইউনিভার্সিটি ক্যাম্পাসে হঠাৎই আগুন লাগে। দাউদাউ করে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। হস্টেলের ঘরে ঝলসে মৃত্যু হয় ১৪ জন পড়ুয়ার। জখম অন্তত ১৮ জন।
সোরান শহরের ওই বিশ্ববিদ্যালয়ে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। সোরানের স্বাস্থ্যমন্ত্রকের প্রধান কামারান মুল্লা মহম্মদ জানিয়েছেন, শুক্রবার সন্ধেয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন লাগে। ছাত্র ও শিক্ষকরা থাকতেন ওই হস্টেলে। অনেকের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ জানাচ্ছে, গোটা ক্যাম্পাসের ক্ষতি হয়েছে। আগুন এমনভাবে ছড়িয়ে গিয়েছিল যে কেউ হস্টেল থেকে বেরোতে পারেননি। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে।