১০৪ জন সাংবাদিক খুন ২০২৪ সালে।
শেষ আপডেট: 12th December 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিকদের জন্য ‘প্রাণঘাতী বছর’ হিসেবে চিহ্নিত হয়েছে ২০২৪ সাল। আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশনের (IFJ) প্রতিবেদন বলছে, চলতি বছরে বিশ্বব্যাপী মোট ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন (Journalists Killed)! এঁদের মধ্যে অর্ধেকেরও বেশি জন প্রাণ হারিয়েছেন গাজায়।
আইএফজে-র তথ্য বলছে, ২০২৪ সালে কেবল গাজায় ৫৫ জন প্যালেস্তাইনি সাংবাদিক নিহত হয়েছেন। এই হিসেব যদি ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে করা যায়, অর্থাৎ ইজরায়েলি আক্রমণের শুরু থেকে, তাহলে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৩৮-এ।
ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অ্যান্থনি বেলাঞ্জার এই পরিস্থিতিকে উল্লেখ করেছেন, সারা বিশ্বের চোখের সামনে ঘটে চলা এক গণহত্যা হিসেবে। তাঁর মতে, দু’দেশের যুদ্ধের মাঝে পড়ে, ভুল সময়ে ভুল জায়গায় কাজ করতে গিয়ে যুদ্ধের বলি হয়েছেন বহু সাংবাদিক। আবার অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করে মেরে ফেলা হয়েছে।
গাজা বা তৎসংলগ্ন মধ্যপ্রাচ্যের পরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে এশিয়া, যেখানে চলতি বছরে মোট ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে পাকিস্তানে ৬ জন, বাংলাদেশে ৫ জন এবং ভারতে ৩ জনের মৃত্যু হয়। ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপেও নিহত হয়েছেন ৪ জন সাংবাদিক।
শুধু তাই নয়। আইএফজে-র প্রতিবেদন আরও জানায়, বর্তমানে বিশ্বজুড়ে ৫২০ জন সাংবাদিক কারাবন্দি। এই সংখ্যা গত বছরে ছিল ৪২৭। এই তালিকায় শীর্ষে রয়েছে চিন, যেখানে ১৩৫ জন সাংবাদিক আটক হয়ে রয়েছেন। হংকংয়ের সাংবাদিকদের বিরুদ্ধেও জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করে জেলবন্দি করা হয়েছে।
তবে সাংবাদিকদের আর এক বিশ্ব সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ বা আরএসএফ-এর তথ্য বলছে, ২০২৩ সালে ৫৪ জন সাংবাদিক এবং ২ জন সহযোগী কর্মী নিহত হন। তাদের ২০২৪ সালের প্রতিবেদন অবশ্য এখনও প্রকাশ করেনি তারা।
তবে তথ্যে ফারাক যাই থাকুক, সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় এই পরিসংখ্যানগুলো উদ্বেগজনক। এটি শুধু সাংবাদিকদের জীবনের ঝুঁকিকেই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে না, বরং বিশ্বব্যাপী মত প্রকাশের স্বাধীনতার যে সঙ্কট—তাও তীব্রভাবে প্রকাশ পায়।