শেষ আপডেট: 3rd October 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: লেবাননের বেইরুটে ইরানের বিমান হামলায় মৃত্যু হয়েছে হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার। সময় যত গড়াচ্ছে যুদ্ধ থামা তো দূর উল্টে প্রতি মুহূর্তেই আতঙ্ক আরও বেড়েই চলেছে। এমন আবহেই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, মৃত্যুর পর সেদেশের ১০০ সদ্যোজাতর নাম রাখা হয়েছে নাসরাল্লার নামে।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। হিজবুল্লা প্রধানের মৃত্যুর পরই প্রতিবাদস্বরূপ এমন সিদ্ধান্ত বলে সূত্রের খবর। ইরাকের স্বাস্থ্য মন্ত্রক ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, সারা দেশে প্রায় ১০০ নবজাতকের নাম ‘নাসরাল্লা’ নামে সরকারি খাতায় নথিভুক্ত করা হয়েছে।
তিন দশকেরও বেশি সময় ধরে হিজবুল্লার দায়িত্ব সামলেছেন হাসান নাসরাল্লা। বিশেষত সিয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল বলে খবর। হিজবুল্লা প্রধানকে প্ল্যানমাফিক মেরে ফেলার কারণেই ইরানের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিগত ২০ বছরে নাসরাল্লাকে কখনও প্রকাশ্যে দেখা যায়নি। এমন একজনকে হত্যা করা খুব একটা সহজ কাজ ছিল না।
গত সপ্তাহের শনিবার ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লা। তাঁর মৃত্যুর প্রতিশোধ নিতে তেহরান ইজরায়েলে প্রায় ২০০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। তারপরই তেল আভিভ ইরানকে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেয়।
ইরানকে পাল্টা দিতে মুখিয়ে রয়েছে ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে শবক শেখাতে হুঁশিয়ারিও দিয়েছেন। তবে আরব দুনিয়ার সামগ্রিক যা পরিস্থিতি তাতে রীতিমতো ভয় পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রও। কারণ ইরানের হামলার পর তাঁদের তরফে বার্তা দিয়ে বলা হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবারই ট্রাম্প লাগাতার হামলা প্রসঙ্গে জানান, আমি ক্ষমতায় থাকলে কখনোই এমনটা হত না। এর পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের ‘কারসাজি’ আছে বলে অভিযোগ জানান ট্রাম্প।