শেষ আপডেট: 21st September 2024 11:55
দ্য ওয়াল ব্যুরো: ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস কর্মীর দেহ উদ্ধার। দূতাবাসের ভিতর থেকেই বুধবার মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। ঠিক কী কারণে মৃত্যু সেবিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
শুক্রবার এই মৃত্যুর খবর সরকারি ভাবে জানানো হয় দূতাবাসের তরফে। কীভাবে মৃত্যু হল, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিসের সদস্যরা।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, স্থানীয় পুলিশ অস্বাভাবিক মৃত্যু বলে মনে করছে। এক্ষেত্রে এড়িয়ে যাওয়া হচ্ছে না আত্মহত্যার বিষয়টি।
দূতাবাসের তরফে সরকারি ভাবে বিবৃতিতে জানানো হয়, 'দুঃখের সঙ্গে জানানো হচ্ছে ১৮ সেপ্টেম্বর, ২০২৪-এ দূতাবাসের এক সদস্যর মৃত্যু হয়েছে। দেহ দেশে পৌঁছনোর জন্য পদক্ষেপ করা হয়েছে, কথা বলা হচ্ছে পরিবারের সঙ্গেও।'
বিবৃতিতে আরও জানানো হয়, 'পরিবারের গোপনীয়তার কথা মাথায় রেখে মৃত্যু নিয়ে আর কোনও তথ্য এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিষয়টি বোঝার জন্য ও আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানাই।'