শেষ আপডেট: 9th June 2023 16:55
দ্য ওয়াল ব্যুরো: ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আন্তঃ মহাদেশীয় কাপ ফুটবলের আসরে ভারত ২-০ গোলে হারিয়েছে মঙ্গোলিয়াকে। ধারেভারে অনেক পিছিয়ে থাকা দলকে হারিয়ে ভাল শুরু করলেন সুনীল ছেত্রীরা।
চার বছর পরে ফের শুরু হল এই মেগা ফুটবল আসর। এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে। ঘরের মাঠে টানা জয়ের রেকর্ড অব্যাহত রাখল ইগর স্টিম্যাশের দল।
ফিফা ক্রম তালিকায় ভারতীয় দল রয়েছে ১০১তম স্থানে। আর মঙ্গোলিয়া রয়েছে ১৮৩তম স্থানে। মঙ্গোলিয়া মানে সামরিক ও রাজনৈতিক নেতা চেঙ্গিস খাঁর জন্মভূমি। যিনি ছোটবেলায় বাবাকে চোখের সামনে খুন হতে দেখেছিলেন। তারপর মায়ের সাহচর্যে অস্ত্রবিদ্যা ও দেশ শাসন ক্ষমতা অর্জন করেছিলেন।
এদিন ম্যাচের ১৪ মিনিটের মধ্যে ২ গোল হয়ে গিয়েছিল ভারতের। প্রথমেই ২ মিনিটের মাথায় ভারতকে সাহাল আব্দুল সামাদ এগিয়ে দেন। ১৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন লাললিয়ানজুয়ালা ছাংতে। তবে এ দিন ভারত ২-০ জয় পেলেও, দলের সামগ্রিক খেলা ভাল হয়নি। রক্ষণ ও মাঝমাঠের মধ্যে সমঝোতা নেই।
দলের অধিনায়ক সুনীলকে ছন্দে দেখা যায়নি। তবুও জুনিয়ররা ভাল খেলায় এগিয়ে যায় দল। শুরুতেই ডান দিক থেকে অনিরুদ্ধ থাপার দুরন্ত গোলমুখী লো ক্রস কোনও মতে মঙ্গোলিয়ার কিপার এনখতাইভান সেভ করলেও, বল গ্রিপ করতে পারেননি। যার ফলে সামাদ গোল করেন।