দ্য ওয়াল ব্যুরো : খুব শীঘ্রই নিজেদের জন্য আলাদা বর্ম পাবেন পুলিশ ও সিআরপিএফের মহিলা কর্মীরা। এতদিন তাঁদের পুরুষদের জন্য তৈরি বর্মই পরতে হত। এবার তাঁদের জন্য পৃথক বর্ম বানানো হচ্ছে। তার নাম ফুল বডি প্রোটেকটরস।
দিল্লি পুলিশ ট্রেনিং স্কুলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার সুমন নুলওয়া বলেন, মহিলাদের জন্য বিশেষভাবে বর্ম বানানো হচ্ছে। ফুল বডি প্রোটেকটরস পরে মহিলা কর্মীরা আরও সহজে ডিউটি করতে পারবেন।
মহিলা পুলিশকর্মীরা জানিয়েছেন, পুরুষদের জন্য নির্মিত বর্ম পরে তাঁদের কাজ করতে খুব অসুবিধা হয়। পুরুষদের জন্য যে হেলমেট তৈরি করা হয়, তা মেয়েদের মাথায় ফিট করে না। অথচ তাঁদের বর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ হল হেলমেট।
মেয়েদের জন্য তৈরি বর্মে থাকছে শোলডার প্যাড, আর্ম গার্ড, ফ্রন্ট অ্যান্ড ব্যাক শিল্ড এবং আরও অনেক কিছু। কাশ্মীর উপত্যকায় কর্মরত এক মহিলা পুলিশ অফিসার বলেছেন, নতুন বর্ম এলে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে।