শেষ আপডেট: 7th April 2024 00:10
দ্য ওয়াল ব্যুরো: সংখ্যাতত্ত্বের পাশাপাশি জন্মবারও বলে দেয় মানুষের প্রকৃতি। বিজ্ঞান যাই বলুক না কেন, রাশিচক্র, সংখ্যাতত্ত্ব বিচার করে বলে দেওয়া যায় কোন দিন জন্ম হলে ভাগ্য কেমন হবে। অথবা সেই মানুষটি কেমন স্বভাব-চরিত্রের হবেন। জ্যোতিষশান্ত্র অনুসারে শুধু জন্মের দিনক্ষণ বা সময় নয়, জন্মবারও প্রভাব ফেলে একজন মানুষের ভাগ্যে।
ব্যক্তি চরিত্র
রবিবারের অধিপতি দেবতা সূর্য। তাই এই দিনে জন্ম যাঁদের তাঁদের মধ্যেও এক অসম্ভব শক্তি কাজ করে। এই দিন জন্মানো জাতক জাতিকারা তেজস্বী ও দীর্ঘায়ু হন। এরা খুব বুদ্ধিমান হন এবং কম কথা বলা পছন্দ করেন। সুবক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন। এই দিন জন্মানো জাতক জাতিকারা খুব দৃঢ় চেতা এবং আত্মবিশ্বাসী হন। আধ্যাত্মিক উন্নতি হয় খুব দ্রুত।
এরা রূপে ও গুনে খুব সুন্দর। সংবেদনশীল মনের হয়ে থাকেন। এই দিন জন্মানো জাতক জাতিকাদের কোনও দিন অর্থের অভাব হয় না। এরা খুব তাড়াতাড়ি রেগে যান এবং খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যান। এরা খুবই স্বাধীনচেতা এবং কারও অধীনে থাকা পছন্দ করেন না।
স্বাস্থ্য
রবিবার জন্মানো জাতক জাতিকাদের রোগভোগ কম হলেও এদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া উচ্চ রক্তচাপ, চোখের সমস্যায় ভোগেন এই জাতক জাতিকারা। তাই একটু সাবধানতা অবলম্বন করা উচিত্।
পেশা
রবিবার জন্মানো জাতক জাতিকারা খুব পরিশ্রমী হন। পেশাক্ষেত্রে এরা উচ্চ পদের অধিকারী হন। বিজ্ঞান, টেকনোলজি, আইটি ফিল্ড, অভিনয়ের দিকে এদের ঝোঁক থাকে। অমিতাভ বচ্চন, নরেন্দ্র মোদী, শচীন তেন্ডুলকর এঁদেরও জন্মবার রবিবার।
প্রেম ও দাম্পত্য
রবিবার জন্মানো জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখকর হয়। এদের অনেক বন্ধু থাকলেও বন্ধুত্ব বেশিদিন টেকে না। মনের মত জীবনসঙ্গী ও সঙ্গিনী পান এরা। প্রেমের সম্পর্কও খুব মজবুত হয়। তবে সংবেদনশীল মন হওয়ায় অল্প আঘাতেই ভেঙে পড়েন এরা।
কী কী খেয়াল রাখবেন
দান: দয়া করে আশ্রম বা মন্দিরে হলুদ চাল ও কাঁচা হলুদ দান করুন।
শুভ রঙ: হলুদ ও কমলা
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ১ ও ৩
শুভ ধাতু: সোনা
শুভ দিন: পূ্র্ব