Scorpio
শেষ আপডেট: 18th March 2025 13:01
আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। স্বাস্থ্যের দিক থেকেও চাঙ্গা থাকবেন। দীর্ঘদিন ধরে চলা আর্থিক সঙ্কট কাটতে পারে। বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের ওপর নিজের মত চাপাবেন না। আজ আপনি বাড়িতে কোনও এক পুরনো জিনিস হঠাৎ খুঁজে পেতে পারেন, যা দেখে খুবই খুশি হবেন। বিশেষ বন্ধুকে সাহায্য করা দরকার হতে পারে।