Libra
শেষ আপডেট: 4th November 2024 12:33
কর্মক্ষেত্রে একঘেয়ে এবং অস্থির দিন কাটবে, দিনের শেষে বন্ধুদের সাহচর্যে আনন্দ পাবেন। সকলকে সম্মান করতে পারা আপনার বিশেষ গুণ, সেই গুণ আজ প্রশংসিত হবে। খেলাধুলোয় সময় দিন, শরীর ভাল রাখা প্রয়োজন। অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে। আপনার কোনও বদভ্যাসের কারণে প্রেমের সম্পর্কে সমস্যা হতে পারে।