শেষ আপডেট: 30th September 2023 20:57
দ্য ওয়াল ব্যুরো: রাশি রাশি টাকা রোজগার করতে চান? তাহলে এই রাশির জাতক হতেই হবে।
বুঝতে পারলেন না তো? গ্রহ-নক্ষত্রের প্রভাবের উপর যাঁরা বিশ্বাস করেন, তাঁরা বিলক্ষণ জানেন অর্থলক্ষ্মী সবার কাছে ধরা দেন না। কারণ আর্থিক ভাবে সাফল্য লাভ করতে পরিশ্রম, প্রচেষ্টা ও উদ্যোগের পাশাপাশি ভাগ্যের সহায়তাও প্রয়োজন। সৌভাগ্য সহায় না হলে হাজার পরিশ্রম করেও কোনও লাভ পাওয়া যায় না।
জ্যোতিষ শাস্ত্র মতে এমন কিছু রাশির মানুষ রয়েছেন, যাঁদের বিপুল অর্থসমস্যা ভোগ করতে হয়। আবার এমন কিছু রাশির মানুষ রয়েছেন, যাঁরা খুব কম আয়াসেই প্রচুর অর্থসম্পদের মালিক হয়ে উঠতে পারে্ন। এই বিষয়টি নির্ভর করে জাতকের রাশিচক্রের ওপর। রাশিচক্র অনুযায়ী এমন কয়েকটি রাশি রয়েছে, যারা খুব কম বয়সেই প্রচুর অর্থের মালিক হতে পারেন।
আমাদের দেশের ধনীতম ব্যক্তিদের তালিকার দিকে নজর দিলেই বিষয়টা কিছুটা স্পষ্ট হবে। দেশের প্রথম দশ জন ধনী ব্যক্তি ছ'টি রাশির জাতক। তার মধ্যে ছ'জন আবার মোটে ৩টি রাশির জাতক। দেশের প্রথম দশ জন ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি, মুকেশ আম্বানি, শিব নাদার, রাধাকিষণ দামানি, সাবিত্রী জিন্দল, লক্ষ্মী মিত্তল, কুমার বিড়লা, দিলীপ সাংভি, সাইরাস পুনাওয়ালা এবং উদয় কোটাক। যে ছ'টি রাশির এরা জাতক, সেগুলি হল - কর্কট, মেষ, মীন, মিথুন, তুলা ও বৃষ। তার মধ্যে আবার তিন জন মীন রাশি এবং দু-জন করে কর্কট ও মিথুন রাশির জাতক। অর্থাত্ ধনী তালিকার প্রথম দশজনের মধ্যে ৬জন তিনটি রাশির জাতক।
জ্যোতিষ বলছেন, লিব্রা বা তুলা রাশির জাতকরা খুব কম বয়সেই প্রচুর অর্থ রোজগার করতে পারেন। বিশ্বের কোটিপতিদের ১২ শতাংশই তুলা রাশির জাতক। ফ্যাশন আইকন রাল্ফ লরেন, ইতালির ব্যবসায়ী জিওভানি ফেরেরো, অ্যালিস ওয়াল্টন এই ধনকুবেররা তুলা রাশির জাতক।
মীন রাশির অর্থভাগ্যও দারুণ। আমাদের দেশের রাধাকিষণ দামানি, সাবিত্রী জিন্দল এবং উদয় কোটাক মীন রাশির জাতক। আবার ধনকুবের মাইকেল ডেলএ মীন রাশির জাতক। জ্যোতিষ বলছেন, এই রাশির জাতকরা প্রথম জীবনে আর্থিক কষ্টের মধ্যে জীবন কাটলেও ধীরে ধীরে আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে। এর অন্যতম প্রধান কারণ হল এঁদের কর্মে উৎসাহ। এঁরা এতটাই কর্মঠ হন যে, কাজ ছাড়া জীবনে কিছুই বোঝেন না। এই মনোভাবের জন্য এঁদের জীবনে প্রচুর সাফল্য আসে।
মকর রাশির জাতকরাও কম সৌভাগ্যশালী নন। আমাজন কর্তা জেফ বেজোসের রাশি ক্যাপ্রিকর্ন বা মকর। আবার বৃষ রাশির জাতকরাও কোটিপতি হয়ে উঠতে পারেন। বিশ্বের কোটিপতিদের দশ শতাংশেরই এই রাশি। মেটা কর্তা মার্ক জুকারবার্গের রাশিও কিন্তু বৃষ।
এই চার রাশির জাতকদের বিয়েও হয় খুব ভাল ঘরে। আর্থিক দিকে সম্পন্ন ও ব্যক্তিত্বপূর্ণ পরিবারে বিবাহ হয়। এমনটাও দেখা যায় যে, পাত্র যদি আর্থিক দিকে দুর্বল হন, তা হলে এই রাশির কন্যাকে বিয়ে করে আর্থিক অবস্থার উন্নতি ঘটে।
এই চারটি রাশির স্ত্রী-পুরুষের একে অপরের প্রতি খুব মধুর ও গভীর ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। এঁরা খুব ধার্মিক হন। ধর্মের প্রতি অটুট বিশ্বাস থাকার জন্য এঁদের মানসিকতা খুব ভাল হয়। সমাজে উচ্চপদস্থ সম্মানের অধিকারী হন এঁরা।