শেষ আপডেট: 12th July 2022 08:07
দ্য ওয়াল ব্যুরো: কর্মদাতা শনি (Saturn)। কর্মফল অনুযায়ী ফল প্রাপ্তি ঘটে শনিগ্রহের ফলে। রাশিচক্রে শনির এদিক ওদিক মানেই সম্পূর্ণ চক্রতেই পরিবর্তন।
১২ জুলাই অর্থাৎ আজ, মঙ্গলবার কুম্ভ রাশি (Aquarius) থেকে বিদায় নেবে শনি এবং প্রবেশ করবে মকর রাশিতে (Capricorn) । এখন ৬ মাস অর্থাৎ ১৭ জানুয়ারি, ২০২৩ সাল পর্যন্ত মকর রাশিতেই অবস্থান করবে শনি। মকর রাশিতে শনির প্রবেশের ফলে ৩টি রাশি শনির মহাদশা থেকে মুক্তি পেতে চলেছে।
চলুন দেখে নেওয়া যাক সেগুলি কোন কোন রাশি। কী কী পরিবর্তন হতে চলেছে সেই রাশিগুলিতে।
শনির মহাদশা থেকে মুক্তি পেতে চলেছে মীন, কর্কট ও বৃশ্চিক।
মীন রাশি : ২৯ এপ্রিল থেকে শনির প্রভাব পড়বে মীন রাশির জাতক জাতিকার উপরে। ১২ জুলাই থেকে ১৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত শনির অর্ধশত থেকে মুক্ত থাকবে এই রাশির জাতক জাতিকারা।
কর্কট : গত ২৯ এপ্রিল থেকে শনির প্রভাব শুরু হয়েছিল কর্কট রাশিতে। ১২ জুলাই শনির মকর রাশিতে প্রবেশের পর মীন রাশি আগামী ৬ মাস শনির প্রভাব থেকে মুক্ত থাকবে।
বৃশ্চিক : বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরও গত ২৯ এপ্রিল থেকে শনির প্রভাব শুরু হয়েছিল। ১২ জুলাই থেকে ২০২৩-এর ১৭ জানুয়ারি পর্যন্ত শনি মকর রাশিতে থাকবে। এই সময়ে এই রাশি শনির প্রভাব মুক্ত থাকবে। এরপরে, শনি আবার আসবে কুম্ভ রাশিতে, তখন আবার শুরু হবে শনির প্রভাব। যা ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত প্রকট থাকবে।