
আপনার আজকের দিনটি
কেমন যাবে আপনার আজকের দিন? জেনে নিন বুধবারের (২৭ অক্টোবর) রাশিফল (Horoscope)।![]()
বৃষ: দলাদলি থেকে দূরে থাকতে না পারলে বিপদ দেখা দিতে পারে। মৌলিক চিন্তাধারায় কর্মে উন্নতি। শরীর নিয়ে সমস্যা থাকায় দায়িত্ব নেওয়া উচিত হবে না।
মেষ: পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতবিরোধে মনঃকষ্ট। একাধিক উপায়ে আয় বৃদ্ধির সুবাদে সঞ্চয় বৃদ্ধি। মিষ্ট ভাষণে ও আন্তরিক ব্যবহারে অন্যকে প্রভাবিত করতে পারেন।
কর্কট: গুপ্তভাবে শত্রুতা করে কেউ এঁটে উঠতে পারবে না। অতিরিক্ত পরিশ্রমের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশা বাড়বে। সন্তানের ব্যাপারে বেশি চিন্তা না করাই ভাল।
মিথুন: মৌলিক কৌশলে কর্মক্ষেত্রে সমস্যা মিটিয়ে প্রশংসা লাভ। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা। ব্যয় সঙ্কোচ ঘিরে পরিবারে অশান্তি। চোখের সমস্যা ভোগাবে।
সিংহ: পরিবেশগত সমস্যা অগ্রগতিতে বাধার সৃষ্টি করতে পারে। অংশীদারি কাজে না যাওয়াই ভাল। সাংসারিক ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে অপ্রিয়ভাজন হবেন।
কন্যা: সংস্কৃতিমূলক কাজে যুক্ত ব্যক্তিদের শুভ সময়। অনেক চেষ্টার পরে ন্যায্য পাওনা পেতে পারেন। সৃষ্টি ধর্মী কাজে সুনাম ও উপার্জন বৃদ্ধির সুবাদে সঞ্চয়ের নতুন পরিকল্পনা।
গর্ভপাতের অধিকার নিয়ে কী বলছে আইন, কখন ঝুঁকির
তুলা: কর্মক্ষেত্রে দূর ভ্রমনের সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কাজে কৃতিত্বের বিশেষ স্বীকৃতির যোগ। প্রিয়বন্ধুর প্রতারণায় মনঃকষ্ট বাড়বে। সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক: কুটুম্বিতা নিয়ে গোলমালে পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে। বিষয় সম্পত্তির আইনি সুরক্ষার ব্যবস্থা হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কাজে লাগতে পারে।
ধনু: সম্পত্তি সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিয়ে ভাইবোনের সঙ্গে মতবিরোধ চরমে উঠতে পারে। সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত স্থগিত রাখাই ভাল। অভিনয় জগতে প্রবেশের সুযোগ আসতে পারে।
মকর: অপছন্দের লোকের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। কর্ম বদলের ক্ষেত্রে ঝোঁকে সিদ্ধান্ত না নেওয়াই ভাল। বাবার সঙ্গে কিছুক্ষেত্রে মতানৈক্য হতে পারে।
কুম্ভ: সন্তানের মেজাজি মনোভাব থেকে ক্ষতির কোনও কারণ দেখা যায় না। চাপা শত্রুতায় সংসারে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। শরীর নিয়ে অল্পবিস্তর সমস্যা থাকবে।
মীন: প্রিয়জনের সংবাদ না পাওয়ায় দুশ্চিন্তা বাড়বে। ন্যায্য পাওনা ধীরে ধীরে পেতে পারেন। ঈর্ষাবশত সহকর্মীরা উত্যক্ত করার চেষ্টা করেও তেমন সুবিধা করে উঠতে পারবে না।