
আপনার আজকের দিনটি
কেমন যাবে আপনার আজকের দিন? জেনে নিন সোমবারের (৮ নভেম্বর) রাশিফল (Horoscope)।![]()
বৃষ: বাক সংযমের অভাবে কর্মস্থলে জটিলতা ও মানহানির আশঙ্কা। ব্যবসায় বাড়তি মূলধন বিনিয়োগে অপ্রত্যাশিত লাভ। আলসার জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ।
মেষ: সময়োচিত সাহসে বলবান শত্রুর মোকাবিলা। কর্মক্ষেত্রে গোলযোগ নিয়ে উদ্বেগের অবসান। জ্ঞাতিদের বাগড়ায় সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হতে পারে। দাঁতের সমস্যায় কষ্ট পাবেন।
কর্কট: সহকর্মী কর্মসূত্রে অন্যত্র যাওয়ায় আপনাকে অসুবিধায় পড়তে হতে পারে। পারিবারিক সমঝোতা থাকায় মনের দিক থেকে উৎসাহ বাড়বে। গুরুজনের স্বাস্থ্যের অবনতিতে কাজকর্মে বাধা।
মিথুন: কর্তাব্যক্তির হস্তক্ষেপে কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা। ঘরে-বাইরে দায়িত্বের চাপে দৈহিক ক্লান্তি ও মানসিক অবসাদ। পথেঘাটে চলাফেরার বাড়তি সতর্কতা দরকার।
কন্যা: পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ পথে দেখা হতে পারে। বিলাসিতার খরচ লাগামের মধ্যে রাখুন, তাহলে আর্থিক সমস্যার মধ্যে পড়বেন না। নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন।
সিংহ: নিজস্ব উদ্যোগে জনহিতকর প্রতিষ্ঠানের সমৃদ্ধি ঘটতে পারে। গৃহগত সমস্যা সমাধানের দিকে যেতে পারে। পাওনা কিছুটা হলেও পেয়ে যেতে পারেন।
তুলা: হঠকারিতার জেরে আমদানি-রফতানি ব্যবসায় লোকসান বাড়তে পারে। পাওনা টাকা আদায় নিয়ে স্বজনবন্ধুর সঙ্গে মনোমালিন্য। পায়ের হাড় বাড়ার চলাফেরায় অসুবিধা।
বৃশ্চিক: অধ্যয়ন,অধ্যাপনা ও গবেষণায় বিশেষ সাফল্যের যোগ। কোনও আত্মীয়ের বিরূপ আচরণে অসন্তোষ ও সম্পর্ক হানির আশঙ্কা। অম্লশূলের ব্যথায় কষ্ট পাবেন।
ধনু: বাধাবিঘ্নের মধ্য দিয়ে ব্যবসায় অগ্রগতি। একাধিক উপায়ে আয় বাড়ায় সঞ্চয়ের নতুন পরিকল্পনা। প্রিয়জনের বিয়ের সফল আলোচনা ভেস্তে যাওয়ায় হতাশা বাড়বে।
কুম্ভ: গুরুজন সুপরামর্শ দিলে সমালোচনার দৃষ্টিতে না দেখাই ভাল। সম্পত্তির জন্য স্বজনের উপর অলিখিত চাপ সৃষ্টি করা ঠিক হবে না।সঞ্চয়ের দিকে নজর দেওয়া ভাল।
মকর: নানা ব্যাপারে যুক্ত থাকায় কোনও কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন না। কোনও ব্যক্তির অহংকারী মনোভাবকে এড়িয়ে চলুন। সহকর্মীর বুদ্ধিহীনতা নিয়ে সরাসরি কিছু না বলা ভাল, নচেৎ ক্ষতি হতে পারে।
মীন: যারা কম্পিউটার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের নানা ক্ষেত্র থেকে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। উপকারের প্রতিদান আশা করবেন না। অযাচিত কোনও সুযোগকে মেনে না নেওয়াই উচিত।