শেষ আপডেট: 7th July 2020 01:00
কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল
০৭.০৭.২০২০-মঙ্গলবার
এরিস (Aries):
শুভ রঙ- সবুজ, শুভ সংখ্যা- ২৭, শুভ সময়- বিকেল ৪টে থেকে ৫টা
১। আজ আপনার কর্মজীবনে নতুন অভিজ্ঞতা হবে।
২। অনকদিনের পুরোনো সম্পর্ক আরও বেশি মজবুত হবে।
৩। ব্যবসার জন্য ঋণ নিতে পারেন।
টরাস (Taurus):
শুভ রঙ- কমলা, শুভ সংখ্যা- ৬৮, শুভ সময়- বেলা ২টো ৩০মিনিট থেকে বিকেল ৪টে
১। মানসিক চাপ থাকবে যেকোনও ব্যাপারে।
২। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করুন।
৩। পারিবারিক ব্যাপারে স্ত্রী'র সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত নিন।
জেমিনি (Gemini):
শুভ রঙ- হলুদ, শুভ সংখ্যা- ৫৭, শুভ সময়- বেলা ১টা থেকে ২টো
১। আজ টাকাপয়সা বেশি খরচ হতে পারে।
২। কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।
৩। অন্য কারও কথায় কিছু করতে যাবেন না।
ক্যানসার (Cancer):
শুভ রঙ- চকোলেট কালার, শুভ সংখ্যা-২৩, শুভ সময়- সকাল ১১টা থেকে ১২টা ৩০মিনিট
১। ব্যবসা বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা করবেন।
২। ব্যক্তিগত কথা কাউকে বলতে যাবেন না, তাতে বিপদ বাড়বে।
৩। বাড়ির বয়স্ক মানুষের শরীর নিয়ে চিন্তা বাড়বে।
লিও (Leo):
শুভ রঙ- সাদা, শুভ সংখ্যা- ৫৪, শুভ সময়- বেলা ২টো ৩০মিনিট থেকে ৪টে
১। পুরনো শারীরিক সমস্যায় কষ্ট পাবেন।
২। কর্মক্ষেত্রে অত্যধিক কাজের চাপ বাড়বে।
৩। প্রিয়জনের কাছ থেকে ভালো খবর পাবেন।
ভার্গো (Virgo):
শুভ সংখ্যা- ৫৩, শুভ সময়- বেলা ২টো থেকে ৩টে ৪০মিনিট, শুভ রঙ- হলুদ
১। অতিরিক্ত কথা বলার জন্য সমস্যায় পড়তে পারেন
২। রক্তচাপ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন
৩। সংসারে ছোটখাট ব্যাপারে সমস্যা বাড়বে
লিব্রা (Libra):
শুভ সংখ্যা ৭৯, শুভ সময়- বেলা ২টো ৩০মিনিট থেকে ৩টে ৪০মিনিট, শুভ রঙ- বাদামি
১। প্রিয়জনের বিয়ের ব্যাপারে বাড়িতে আলোচনা হবে
২। আধুনিকভাবে ঘর সাজানোর পরিকল্পনা করবেন
৩। দাম্পত্যজীবনে সমস্যা থাকবে না
স্করপিও (Scorpio):
শুভ সংখ্যা- ২৫, শুভ সময়- বিকেল ৪টে থেকে ৫টা ৪০মিনিট, শুভ রঙ- মেরুন
১। কাজকর্মের ব্যাপারে বাধা আসবে
২। কাউকে নিজের মতামত জানানোর আগে ভেবে বলুন
৩। শারীরিক সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন
স্যাজিটেরিয়াস (Sagittarius):
শুভ সংখ্যা- ২৭, শুভ সময় বিকেল ৩টে থেকে ৪টে, শুভ রঙ- সবুজ
১। নিজের ভুলের কারণে আর্থিক ক্ষতি
২। সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা
৩। হঠাৎ ভাল কোনও খবর পেতে পারেন
ক্যাপ্রিকর্ন (Capricorn):
শুভ সংখ্যা- ৪৯, শুভ সময়- বিকেল ৫টা থেকে ৬টা, শুভ রঙ- আকাশি
১।কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে
২। জীবনসঙ্গীর প্রতি অভিমান বাড়বে
৩। গাড়ি নিয়ে সমস্যায় পড়তে পারেন
অ্যাকোয়ারিস (Aquarius):
শুভ সংখ্যা- ৫৯, শুভ সময়- দুপুর ২টো থেকে ৩টে, শুভ রঙ- নীল
১। বুদ্ধি দিয়ে কর্মক্ষেত্রে কাজ করতে হবে
২। গল্পের বই পড়ে সময় কাটবে
৩। প্রিয়জনের আচরণে খুশি হবেন
পাইসেস (Pisces):
শুভ সংখ্যা- ৬৯, শুভ সময়- দুপুর ১টা থেকে ২টো, শুভ রঙ- গোলাপি
১। পড়াশোনার জন্য প্রশংসা পাবেন বিদ্যার্থীরা
২। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন
৩। প্রেমের সম্পর্কে সমস্যা বাড়বে