Latest News

কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল

০৪.০৯.২০২০-শুক্রবার

এরিস (Aries):

Image - কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল

শুভ সংখ্যা- ২০, শুভ সময়- বেলা ২টো থেকে ৩টে ৪০ মিনিট, শুভ রঙ- আকাশি

  • স্বাধীনভাবে কিছু করার কথা ভাববেন।
  • সম্পত্তি বিক্রি করার কথা ভাববেন।
  • চিন্তা করে কোনও কাজ শুরু করবেন।

টরাস (Taurus):

শুভ সংখ্যা- ৩৫, শুভ সময়- বিকেল ৩টে থেকে ৪টে ৩০ মিনিট, শুভ রঙ- হালকা সবুজ

  • পড়াশোনার সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য ভাল সময়।
  • বিদেশে বন্ধুর কাছ থেকে ভাল খবর আসতে পারে।
  • পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।

জেমিনি (Gemini):

Image - কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল

শুভ সংখ্যা- ৪৮, শুভ সময়- বিকেল ৩টে ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট, শুভ রঙ- লাল

  • বাড়তি খরচ নিয়ে চিন্তা বাড়বে।
  • উচ্চপদে যাওয়ার যোগ আছে।
  • বিপদে পড়লে বন্ধুর সাহায্যে উদ্ধার পাবেন।

ক্যানসার (Cancer):

শুভ সংখ্যা- ৫৩, শুভ সময়- বেলা ১টা থেকে ২টো ৩০মিনিট , শুভ রঙ- নীল

  • নতুন কাজের যোগ আসতে পারে।
  • ছেলে-মেয়ের জন্য চিন্তা বাড়বে।
  • কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা-চিন্তা করুন।

লিও (Leo):

Image - কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল

শুভ সংখ্যা- ৭৯, শুভ সময়- বিকেল ৪টে ২০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট, শুভ রঙ- মেরুন

  • প্রেমে ব্যাঘাত ঘটতে পারে।
  • মনের ইচ্ছে পূর্ণ হবে।
  • পারিবারিক জীবনে আনন্দ বাড়বে।

ভার্গো (Virgo):

শুভ সংখ্যা- ৪৮, শুভ সময়- সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট, শুভ রঙ- হলুদ

  • বাড়িতে বয়স্ক লোকের শরীর নিয়ে চিন্তা বাড়বে।
  • খরচ বাড়ায় সঞ্চয় কম হবে।
  • নতুন বিনিয়োগ না করাই ভাল।

লিব্রা (Libra):

Image - কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল

শুভ সংখ্যা- ৮৯, শুভ সময়- বেলা ৩টে থেকে ৪টে ৪০ মিনিট, শুভ রঙ- হলুদ

  • প্রতিবেশীর সঙ্গে সমস্যা হতে পারে।
  • অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভাল সময়।
  • লটারি পাওয়ার যোগ রয়েছে।

স্করপিও (Scorpio):

শুভ সংখ্যা- ৫২, শুভ সময়- বেলা ২টো থেকে ৪টে, শুভ রঙ- আকাশি

  • ব্যবসায় নতুন বিনিয়োগ করবেন না।
  • বন্ধুর প্ররোচনায় পা দেবেন না।
  • পরিবারের প্রতি যত্ন নিন।

স্যাজিটেরিয়াস (Sagittarius):

Image - কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল

শুভ সংখ্যা- ৭৮, শুভ সময়- বিকেল ৪টে থেকে ৫টা, শুভ রঙ- কমলা

  • বিবাহিত জীবনে অশান্তি কমবে।
  • কর্মস্থলে প্রশংসা হবে।
  • পায়ের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন।

ক্যাপ্রিকর্ন (Capricorn):

শুভ সংখ্যা- ৩২, শুভ সময়- বেলা ২টো থেকে ৩টে ৪০ মিনিট, শুভ রঙ- সাদা

  • আগুন থেকে সাবধান থাকুন।
  • কর্মস্থলে কারও উপর বেশি নির্ভর করবেন না।
  • প্রেমে অশান্তি ঘটতে পারে।

অ্যাকোয়ারিস (Aquarius):

Image - কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল

শুভ সংখ্যা- ৬২, শুভ সময়- বেলা ১টা ২০মিনিট থেকে ২টো ৫০মিনিট, শুভ রঙ- হলুদ

  • রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন।
  • কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে ভাবুন।
  • বন্ধুর থেকে উপকার পেতে পারেন।

পাইসেস (Pisces):

শুভ সংখ্যা- ১৭, শুভ সময়- বেলা ৩টে ২৫ মিনিট থেকে ৪টে ৩০ মিনিট, শুভ রঙ- বাদামি

  • শেয়ার বাজারে টাকা খাটালে লাভ হবে।
  • বাবা-মায়ের সঙ্গে অশান্তি হতে পারে।
  • বিদেশে যাওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে।

You might also like