
কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল
০৪.০২.২০২১- বৃহস্পতিবার
বলিউডে মাদকতার নতুন সংজ্ঞা লিখেছিলেন তিনি। তাঁর শরীরী হিল্লোল মাতাল করেছিল আট থেকে আশিকে। নিজের নাচের পারদর্শিতার সঙ্গে সঙ্গে অভিনয়েও যথেষ্ট পটু ছিলেন তিনি। হিন্দি ছাড়াও মারাঠি, তামিল, তেলুগু ও মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন তিনি। এখন অবশ্য অভিনয়ের সঙ্গে আর যোগ নেই উর্মিলা মাতোণ্ডকরের। সম্প্রতি পা রেখেছেন রাজনীতির জগতেও। উনিশের লোকসভায় কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন। কিন্তু হারতে হয়। পরে অবশ্য কংগ্রেস ছেড়ে শিবসেনার সঙ্গী হন তিনি। আজ উর্মিলার ৪৭ তম জন্মদিন।
জন্ম তারিখ অনুযায়ী উর্মিলার রাশি কিন্তু অ্যাকোয়ারিস। আজ যাঁদের জন্মদিন সেই সব মানুষের দিনটা কেমন যাবে একঝলকে দেখে নেওয়া যাক।
অ্যাকোয়ারিস (Aquarius):
শুভ সংখ্যা- ৫৫, শুভ সময়- বেলা ৩টে ৪০মিনিট থেকে ৫টা, শুভ রঙ- নীল
- কর্মক্ষেত্রে ভাল কাজের জন্য প্রশংসা পাবেন
- বিদেশে পড়াশোনা করতে যাওয়ার যোগ হতে পারে
- অনেকদিনের পাওনা টাকা না পাওয়ায় চিন্তা বাড়বে
বাকি রাশির আজকের দিন কেমন কাটবে—-
এরিস (Aries):
শুভ সংখ্যা- ১৫, শুভ সময়- সকাল ১০টা থেকে ১১টা ৪০মিনিট, শুভ রঙ- কালচে লাল
- স্বামী ও স্ত্রী উভয়ের সহযোগিতায় সংসারে শ্রীবৃদ্ধি হবে
- কর্মক্ষেত্রে আগের কাজ শেষ করে তারপর নতুন পরিকল্পনায় হাত দেবেন
- পারিবারিক শান্তি বজায় থাকবে
টরাস (Taurus):
শুভ সংখ্যা- ৬৩, শুভ সময়- দুপুর ১টা থেকে ২টো, শুভ রঙ- নীল
- বিয়ের ব্যাপারে নতুন যোগাযোগ হবে
- নিজের জেদের কারণে সমস্যায় পড়বেন
- প্রোমোটিং ব্যবসায় যুক্ত ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন
জেমিনি (Gemini):
শুভ সংখ্যা- ৮৮, শুভ সময়- দুপুর ২টো থেকে ৩টে, শুভ রঙ- গোলাপি
- প্রেমের সম্পর্কের জন্য বাড়ির বড়দের সঙ্গে ঝামেলা হতে পারে
- সামাজিক কাজের জন্য পরিশ্রম করতে হবে
- মানসিক চাঞ্চল্য বাড়বে
ক্যানসার (Cancer):
শুভ সংখ্যা- ৪১, শুভ সময়- সকাল ১১টা থেকে ১২টা, শুভ রঙ- হলুদ
- সংসারের কাজের দায়িত্ব বাড়বে
- কর্মক্ষেত্রে গোপন শত্রু তৈরি হতে পারে
- প্রিয়জনের জীবনে সাফল্য আসবে
লিও (Leo):
শুভ সংখ্যা- ৯৮, শুভ সময়- বেলা ৩টে ৩০মিনিট থেকে ৫টা ৩০মিনিট, শুভ রঙ- হলুদ
- কর্মক্ষেত্রে চিন্তা বাড়বে, বিশেষ করে যাঁরা নাট্যজগত-অভিনয়-থিয়েটারের সঙ্গে যুক্ত তাঁদের ক্ষেত্রে
- ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনযোগ বাড়বে
- কোনও আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হলে বুদ্ধির সাহায্যে সমস্যা মেটান
ভার্গো (Virgo):
শুভ সংখ্যা- ৫৯, শুভ সময়- বিকেল ৪টে ২০মিনিট থেকে ৫টা ৪০মিনিট, শুভ রঙ- সাদা
- প্রেমের ব্যাপারে দ্বৈত মানসিকতা এড়িয়ে চলুন
- বিদ্যার্থীদের পড়াশোনায় মন বসবে না
- বেকার যুবক-যুবতীদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে
লিব্রা (Libra):
শুভ সংখ্যা- ২৫, শুভ সময়- বেলা ৩টে ৩০মিনিট থেকে ৪টে ৪০মিনিট, শুভ রঙ- সাদা
- সন্তানের প্রতি বিশেষ যত্ন নিন
- গাড়ি চালানোর সময়ে সাবধান থাকুন
- কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে কাজ করুন
স্করপিও (Scorpio):
শুভ সংখ্যা- ৩৩, শুভ সময়- বেলা ৩টে ৪০মিনিট থেকে ৪টে ৩০মিনিট, শুভ রঙ- গোলাপি
- প্রেমের সম্পর্কে নানা বাধা আসবে
- নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনও কাজ না করাই ভাল
- প্রিয়জনের খুশির জন্য কোনও কাজ করবেন আজ
স্যাজিটেরিয়াস (Sagittarius):
শুভ সংখ্যা- ৫৪, শুভ সময়- ১টা ৩০মিনিট থেকে ২টো ৪০মিনিট, শুভ রঙ- নীল
- সাংসারিক জটিলতা বাড়বে, ছোটখাটো বিষয়ে সমস্যা হতে পারে
- রাস্তাঘাটে অকারণ ঝুঁকি এড়িয়ে চলুন
- অযথা তর্কে জড়াবেন না
ক্যাপ্রিকর্ন (Capricorn):
শুভ সংখ্যা- ৬০, শুভ সময়- বিকেল ৫টা থেকে ৬টা, শুভ রঙ- মেরুন
- সম্পত্তির ভাগাভাগি নিয়ে পরিবারে আলোচনা হবে
- জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে
- অনেকদিন পরে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে
পাইসেস (Pisces):
শুভ সংখ্যা- ১৭, শুভ সময়- দুপুর ১২টা ৩০মিনিট থেকে ১টা ৪০মিনিট, শুভ রঙ- আকাশি
- জীবনসঙ্গীর সঙ্গে সমস্যার কারণে চাপ বাড়বে
- আর্থিক সমস্যার কারণে ধার নেওয়ার কথা ভাববেন
- অসৎ লোকের থেকে দূরে থাকুন