শেষ আপডেট: 29th July 2020 01:00
কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল
২৯.০৭.২০২০-বুধবার
এরিস (Aries):
শুভ সংখ্যা- ৩০, শুভ সময়- বিকেল ৪টে ২০মিনিট থেকে ৫টা ৪০মিনিট, শুভ রঙ- সবুজ
- প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটাবেন
- নতুন বাড়ি কেনার পরিকল্পনায় বাধা আসতে পারে
- বিপরীত লিঙ্গের দ্বারা উপকৃত হতে পারেন

- কাউকে টাকাপয়সা ধার দিতে পারেন
- শেয়ার বাজারের দীর্ঘকালীন লগ্নীতে না যাওয়াই ভাল
- কোনও ভুল কাজের জন্য অনুশোচনা হবে

- কাজের জন্য কারও উপর নির্ভরশীল হবেন না
- শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে
- শেয়ার বাজারে ছোটখাটো ইনভেস্টমেন্ট থেকে লাভবান হতে পারেন

- যোগাসন-ধ্যানের প্রতি মনযোগ বাড়বে
- যেকোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মেজাজ শান্ত রাখুন
- জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে

- অতিরিক্ত মানসিক চাপে শরীর খারাপ হবে
- রাস্তাঘাটে টাকাপয়সা সামলে চলুন
- ঋণ পরিশোধের জন্য সঞ্চয় ভাঙার প্রয়োজন হবে না

- পারিবারিক কাজের দায়িত্ব বাড়বে
- আত্মবিশ্বাস বজায় রাখুন, কাজে সাফল্য আসবেই
- অকারণ তর্ক এড়িয়ে চলুন

- যৌথ উদ্যোগে ব্যবসার পরিকল্পনা করবেন
- কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে
- মানসিক অস্থিরতা বাড়বে

- প্রতিবেশীদের সঙ্গে পারিবারিক আলোচনা করবেন না
- ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করবেন
- পারিবারিক ব্যবসায় দায়িত্ব বাড়বে

- অযথা তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন
- রাস্তাঘাটে আকারণ মাথা গরম করবেন না, সাবধানে চলাফেরা করুন
- সাংসারিক চাপ বাড়বে

- শারীরিক নানা সমস্যা দেখা দেবে
- চোট-আঘাত পেতে পারেন
- মানসিক অস্থিরতা বাড়বে

- ব্যবসার জন্য লোন নেওয়ার কথা ভাববেন
- অনেকদিন পর খুব কাছের বন্ধুর সঙ্গে দেখা হবে
- পাওনা টাকা পেতে দেরি হবে

- সংসারে আর্থিক টানাটানি চলবে, বুঝেশুনে খরচ করুন
- নিজের ভুলে কর্মক্ষেত্রে ক্ষতি হবে
- মানসিক চাপ বাড়বে