
কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল
২০১৮ সালে অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথম টেস্ট থেকেই নিজের জায়গা পাকা করেছেন তিনি। ২০২০ সালে সুযোগ হয় একদিনের দলে। সম্প্রতি ফর্ম বিশেষ ভাল না হওয়ায় অস্ট্রেলিয়ায় প্রথম এগারো থেকে বাদ যান তিনি। যদিও আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দুরন্ত ক্রিকেট খেলেছেন ময়ঙ্ক আগরওয়াল। আজ তাঁর ৩০ তম জন্মদিন।
জন্ম তারিখ অনুযায়ী ময়ঙ্কের রাশি কিন্তু অ্যাকোয়ারিস। আজ যাঁদের জন্মদিন সেই সব মানুষের দিনটা কেমন যাবে একঝলকে দেখে নেওয়া যাক।
অ্যাকোয়ারিস (Aquarius):
শুভ সংখ্যা- ৪২, শুভ সময়- সকাল ১০টা থেকে ১১টা ৩০মিনিট, শুভ রঙ- হলুদ
- পাওনা টাকা পেয়ে যাবেন
- নিজের জেদের কারণে ভুল সিদ্ধান্ত নেবেন
- জীবনসঙ্গীর সঙ্গে মনো মালিন্য হতে পারে
বাকি রাশির আজকের দিন কেমন কাটবে—-
এরিস (Aries):
শুভ সংখ্যা- ১৫, শুভ সময়- সকাল ১০টা থেকে ১১টা ৪০মিনিট, শুভ রঙ- কালচে লাল
- স্বামী ও স্ত্রী উভয়ের সহযোগিতায় সংসারে শ্রীবৃদ্ধি হবে
- কর্মক্ষেত্রে আগের কাজ শেষ করে তারপর নতুন পরিকল্পনায় হাত দেবেন
- পারিবারিক শান্তি বজায় থাকবে
টরাস (Taurus):
শুভ সংখ্যা- ৬৩, শুভ সময়- দুপুর ১টা থেকে ২টো, শুভ রঙ- নীল
- বিয়ের ব্যাপারে নতুন যোগাযোগ হবে
- নিজের জেদের কারণে সমস্যায় পড়বেন
- প্রোমোটিং ব্যবসায় যুক্ত ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন
জেমিনি (Gemini):
শুভ সংখ্যা- ৮৮, শুভ সময়- দুপুর ২টো থেকে ৩টে, শুভ রঙ- গোলাপি
- প্রেমের সম্পর্কের জন্য বাড়ির বড়দের সঙ্গে ঝামেলা হতে পারে
- সামাজিক কাজের জন্য পরিশ্রম করতে হবে
- মানসিক চাঞ্চল্য বাড়বে
ক্যানসার (Cancer):
শুভ সংখ্যা- ৪১, শুভ সময়- সকাল ১১টা থেকে ১২টা, শুভ রঙ- হলুদ
- সংসারের কাজের দায়িত্ব বাড়বে
- কর্মক্ষেত্রে গোপন শত্রু তৈরি হতে পারে
- প্রিয়জনের জীবনে সাফল্য আসবে
লিও (Leo):
শুভ সংখ্যা- ৫৪, শুভ সময়- ১টা ৩০মিনিট থেকে ২টো ৪০মিনিট, শুভ রঙ- নীল
- সাংসারিক জটিলতা বাড়বে, ছোটখাটো বিষয়ে সমস্যা হতে পারে
- রাস্তাঘাটে অকারণ ঝুঁকি এড়িয়ে চলুন
- অযথা তর্কে জড়াবেন না
ভার্গো (Virgo):
শুভ সংখ্যা- ৫৯, শুভ সময়- বিকেল ৪টে ২০মিনিট থেকে ৫টা ৪০মিনিট, শুভ রঙ- সাদা
- প্রেমের ব্যাপারে দ্বৈত মানসিকতা এড়িয়ে চলুন
- বিদ্যার্থীদের পড়াশোনায় মন বসবে না
- বেকার যুবক-যুবতীদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে
লিব্রা (Libra):
শুভ সংখ্যা- ৭৮, শুভ সময়- বেলা ২টো ৫০মিনিট থেকে ৪টে, শুভ রঙ- সাদা
- কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন
- অতিরিক্ত বন্ধুপ্রীতির কারণে সমস্যায় পড়তে পারেন
- একাধিক পথে আয়ের সম্ভাবনা রয়েছে
স্করপিও (Scorpio):
শুভ সংখ্যা- ৪৭, শুভ সময়- বিকেল ৪টে থেকে ৫টা, শুভ রঙ- নীল
- কর্মক্ষেত্রে ভাল কাজের জন্য সুনাম পাবেন
- জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে
- বিবাহের যোগ রয়েছে
স্যাজিটেরিয়াস (Sagittarius):
শুভ সংখ্যা- ৩৩, শুভ সময়- বেলা ৩টে ৪০মিনিট থেকে ৪টে ৩০মিনিট, শুভ রঙ- গোলাপি
- প্রেমের সম্পর্কে নানা বাধা আসবে
- নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনও কাজ না করাই ভাল
- প্রিয়জনের খুশির জন্য কোনও কাজ করবেন আজ
ক্যাপ্রিকর্ন (Capricorn):
শুভ সংখ্যা- ৩৯, শুভ সময়- বিকেল ৫টা থেকে ৬টা, শুভ রঙ- গোলাপি
- পরিবারের গুরুজনের পরামর্শে সাংসারিক সমস্যা থেকে মুক্তি পাবেন
- আর্থিক খরচে হ্রাস টানুন
- পারিবারিক ব্যবসায় লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে
পাইসেস (Pisces):
শুভ সংখ্যা- ৫৩, শুভ সময়- বেলা ১টা থেকে ২টো, শুভ রঙ- সবুজ
- ব্যাঙ্ক লোন নেওয়ার পরিকল্পনা করবেন
- আইনি ব্যাপারে অভিজ্ঞ লোকের সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত নেবেন
- অন্যের উপকার করতে গিয়ে সমস্যায় পড়বেন