মেষ: প্রশিক্ষণে সাফল্যের সূত্রে কর্মোন্নতির সম্ভাবনা। প্রিয়জনের কাছ থেকে মর্মঘাতী আঘাত আসতে পারে। তলপেটের সমস্যায় ভোগান্তি ও কাজকর্ম ব্যাহত হতে পারে।
মিথুন: কর্মক্ষেত্রে উন্নতি ও দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা। আত্মীয়-স্বজনের বাগড়ায় কাজকর্ম ব্যাহত হতে পারে। বন্ধুর পরামর্শে কোথাও কোনও অর্থ বিনিয়োগ না করাই ভাল।
বৃষ: শ্রম,দক্ষতা ও অধ্যাবসায় সত্ত্বেও কর্মক্ষেত্রে ফের বঞ্চনায় আত্মগ্লানি বাড়বে। শুভ যোগাযোগ কাজে লাগাতে পারলে বিকল্প ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। শিরঃপীড়ায় ভোগান্তি।
কন্যা: পরিবারের বাদানুবাদের সমাধানের পথ পাওয়া মুশকিল। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ দেখা যায় না। দুর্বলতাকে প্রকাশ করতে দেবেন না। শরীর নিয়ে সতর্ক থাকুন।
সিংহ: পরিবারের কারও আচরণ সন্দেহজনক মনে হলেও এখনই কোন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। অসতর্ক হলে সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা। সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদ পেতে পারেন।
কর্কট: পরিকল্পনামাফিক চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। অজানা কারণে মানসিক স্থিরতা ধরে রাখা কঠিন হতে পারে। সপরিবার কাছেপিঠে ভ্রমণের চিন্তা।
তুলা: বিলম্বে হলেও দক্ষতার স্বীকৃতি ও হতাশা মুক্তি। মাতৃস্থানীয়া অপরিচিতার আনুকূল্যে বিপদ থেকে রক্ষা। বিষয়সম্পত্তি কেনার পরিকল্পনায় জ্ঞাতি পড়শির বাগড়া।
কুম্ভ: কর্মক্ষেত্রে ন্যায্য পাওনা আদায় ও সম্মান বৃদ্ধি। টাকার দায়িত্ব না নেওয়াই ভাল। কারণ সম্মানের থেকে দুর্নাম বেশি। মাতৃস্থানীয়া কারও স্বাস্থ্য সমস্যা দুশ্চিন্তার কারণ হতে পারে।
বৃশ্চিক: ব্যবসায় আকস্মিক নিম্নগতি চিন্তার কারণ হয়ে উঠতে পারে। সম্পত্তি রক্ষায় আইনি ব্যবস্থা নেওয়াই সমীচীন। সমাজকল্যাণে শ্রমদানে সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি।
ধনু: কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশের জন্য মানসিক অস্থিরতা বাড়তে পারে। বাক্যালাপে অসতর্কতার জন্য ভুল বোঝাবুঝি। প্রিয়জনের শুভ লাভ ত্বরান্বিত হতে পারে।
মীন: সাংসারিক দিকে অনভিজ্ঞতার জন্য সামাল দেওয়া কঠিন হতে পারে। বিনয়ী ভাব প্রকাশের দ্বারা কাউকে দিয়ে ইচ্ছেমত কাজ করিয়ে নিতে পারবেন। দাম্পত্য জীবনে বনিবনার অভাব।
মকর: অন্যের ইচ্ছার ওপর আপনার পরিবর্তন নির্ভর করছে। সংসারে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করা ভাল। কাউকে অতি বিশ্বাস করে ঠকতে পারেন। নিম্নাঙ্গের পীড়ায় দুর্ভোগ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'