শেষ আপডেট: 9th April 2024 12:47
দ্য ওয়াল ব্যুরো: বৈদিক শাস্ত্রমতে নবরাত্রির এক বিশেষ গুরুত্ব রয়েছে৷ হিন্দু নববর্ষে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বিক্রম সংবত ২০৮১ শুরু হয়েছে ৯ এপ্রিল ২০২৪ মঙ্গলবার থেকে৷ এ বছর চৈত্র নবরাত্রিতে ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসছেন মা দুর্গা। বিশ্বাস ন’দিন পৃথিবীতে থেকে মানুষের সব সমস্যা দূর করবেন মা মহামায়া। এই কারণেই চৈত্র নবরাত্রির প্রতিটি দিন, প্রথম দিন থেকে শেষ দিন রাম নবমী পর্যন্ত সময়কে খুবই গুরুত্ব দেন জ্যোতিষরা।
এই বছর, চৈত্র নবরাত্রি একটি খুব বিরল সংযোগ তৈরি হয়েছে যা রাশিচক্রের উপরও প্রভাব ফেলবে। বলা হচ্ছে, এই সংযোগে ৫টি রাজযোগ তৈরি হচ্ছে। চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতির সঙ্গে মিলে গজকেশরী যোগ তৈরি করতে চলেছে। চৈত্র নবরাত্রিতে তিনটি রাশির ভাগ্য খুলে যাবে। ব্যবসার পাশাপাশি কর্মজীবনেও লাভ হবে।
এবার চৈত্র নবরাত্রিতে ৩০ বছর পর অমৃত সিদ্ধি যোগ, শশ যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং অশ্বিনী নক্ষত্রের সংযোগ রয়েছে। হিন্দু নববর্ষও শুরু হয় চৈত্র নবরাত্রি থেকে। এমন পরিস্থিতিতে মেষ, মীন ও কর্কট রাশির জাতক জাতিকাদের খুবই ভাল সময় আসছে বলেই মনে করা হচ্ছে।
গজকেশরী যোগে কোন কোন রাশির ভাগ্য খুলবে
মেষ রাশি
এই রাশির লগ্ন স্থানে গজকেশরী যোগ তৈরি হচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের সবদিক থেকে সৌভাগ্যের সূচনা হবে। নবরাত্রির প্রথম দিনটি আপনার জন্য শুভ। এই সময়ে, আপনি মা শৈলপুত্রীর বিশেষ আশীর্বাদ পেতে পারেন। চাকরি বা ব্যবসায় পদোন্নতি হতে পারে। আপনার কঠোর পরিশ্রম ফল দেবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। অর্থের দিক থেকেও এই সময়টি আপনার জন্য ভাল হবে। চাকরিতে উচ্চপদ পেতে পারেন, আয় বাড়তে পারে। বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি আপনার জন্য অনুকূল। পুরনো কোনও রোগ সেরে যাবে।
কর্কট রাশি
এই রাশির জাতকদের ওপর বৃহস্পতি ও চাঁদের বিশেষ আশীর্বাদ রয়েছে। গজকেশরী যোগ নির্মিত হওয়ায় কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। জমি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি জয়ী হবেন। আয়ের নতুন উৎস খুলবে। পুরানো বিনিয়োগগুলিও লাভজনক হবে এবং এটি নতুন বিনিয়োগ করার সেরা সময়। চাকরিপ্রার্থীরা নতুন চাকরির জন্য ভালো সুযোগ পেতে পারেন। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হতে পারে। শত্রুরা পরাজিত হবে। ধার দিয়ে থাকলে সেই টাকা ফিরে পেতে পারেন। পাশাপাশি সমাজে মান-সম্মান, প্রতিপত্তি বাড়বে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য গজকেশরী যোগ খুবই শুভ। পরিশ্রমের ফল পাবেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে পদোন্নতি হবে। এর ফলে নিজের লক্ষ্য অর্জনে সফল হবেন। ব্যবসায়ে গুরুত্বপূর্ণ চুক্তি সাক্ষরিত হতে পারে। ব্যক্তিত্ব উন্নত হবে। সন্তানের তরফে শুভ সংবাদ পেতে পারেন। উচ্চশিক্ষা লাভের স্বপ্ন পূর্ণ হবে। ভবিষ্যতের জন্য বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন। ভাই-বোনের সাহায্য পাবেন। অর্থভাগ্য খুবই ভাল। প্রেমও বিয়ের সম্পর্কে উন্নতি হবে। সম্পত্তি লাভের সম্ভাবনা আছে।