
আপনার আজকের দিনটি
মেষ: দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মক্ষেত্রে বিশেষ প্রাপ্তির যোগ। সন্তানের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অর্থের সংস্থান হতে পারে। শ্লেষ্মাধিক্য ও হৃদযন্ত্রের দুর্বলতায় ভোগান্তি।
বৃষ: কর্মে বহু শ্রম ও কুশলতা সত্ত্বেও প্রাপ্তি নগণ্যই। প্রবাসী প্রিয়জনের আগমনের বার্তা পেতে পারেন। কোনও বন্ধু তার স্বার্থসিদ্ধির জন্য আপনাকে কাজে লাগাতে পারে।
মিথুন: অত্যধিক উচ্চাভিলাষ পরিতাপের কারণ হয়ে উঠতে পারে। বুদ্ধি বলে শত্রুর হাত থেকে রক্ষা পেতে পারেন। কাছেপিঠে সপরিবার ভ্রমণের চিন্তা।
কর্কট: সতর্কতার অভাবে কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে যেতে পারে। ইচ্ছার বিরুদ্ধে কোথাও যেতে হতে পারে। আয়-ব্যয়ের মধ্যে সমতা রাখা কঠিন হতে পারে।
সিংহ: সন্তানের ওপর অধিক আশা করা ঠিক হবে না। মানসিক অস্থিরতায় কোনও কাজ ঠিকমত করতে পারবেন না। পারিবারিক বিরোধ না মেটার সম্ভাবনা।
কন্যা: কেউ বিরোধিতা করলে উপেক্ষা করে চলাই ভাল। ঋণ পরিশোধ করতে গিয়ে সঞ্চয় তেমন হবে না। নতুন কাজ হাতে নেওয়ার আগে সবদিক বিবেচনা করা ভাল।
তুলা: কর্মস্থলে ভাগ্য বিড়ম্বনা থেকে মুক্তির ইঙ্গিত। ললিতকলায় কৃতিত্বের বিশেষ স্বীকৃতির সম্ভাবনা। উঁচু জায়গা থেকে পড়ে দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে।
বৃশ্চিক: প্রতিবাদী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে, উন্নতি ব্যাহত হতে পারে। গুরুজনের সঙ্গে মনোমালিন্যে আত্মগ্লানি। লটারি বা ফাটকায় প্রাপ্তির সম্ভাবনা কম।
ধনু: গণ্ডগোলে নাক গলিয়ে বিপত্তি দেখা দিতে পারে। বক্তা হিসাবে সুনাম বৃদ্ধি। দাতব্য প্রতিষ্ঠানে যোগদান ও উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা। সংক্রমণজনিত জ্বরকাশিতে কাজে বাধা।
মকর: গুরুজনের প্রভাবে পারিবারিক ক্ষেত্রে শুভ প্রভাব পড়বে। উপযাচক হয়ে কিছু করতে যাবেন না। কর্মে বহু ব্যস্ততার জন্য নিত্য কর্তব্যে অবহেলা। হারিয়ে যাওয়া কোনও জিনিস অপ্রত্যাশিতভাবে ফেরত পেতে পারেন।
কুম্ভ: বড় ধরনের লেনদেন সংক্রান্ত ব্যাপারে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। উপার্জন বাড়ায় ঋণ পরিশোধে আংশিক সাফল্য। মূল্যবান নথিপত্রের সংরক্ষণের জন্য আইনি ব্যবস্থা দরকার।
মীন: অনিচ্ছা সত্ত্বেও উটকো ঝামেলা হয়রান করবে। অতিরিক্ত রক্ষনশীলতার জন্য সংসারে অশান্তি বাড়বে। কোমর থেকে নীচের দিকে বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা।