বরফ পড়ছে হু হু করে, খোলা আকাশের নীচে অনশনে লাদাখের ‘র্যাঞ্চো’! কী বললেন নতুন ভিডিও…
দ্য ওয়াল ব্যুরো: হু হু করে বরফ পড়ছে। তুষারের গুঁড়ো উড়ে এসে ঢেকে দিচ্ছে নাক-মুখ-চোখ। তবুও নির্বিকার সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। মাইনাস ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খোলা ছাদের নীচে বজ্রকঠিন পণ করে অনশন করছেন বাস্তবের র্যাঞ্চো। তাঁর…