রাশিফল (১৫.০৮.১৯)
মেষ
শরীর উদ্বেগে থাকতে পারেন আজ। মানসিক চাপ থেকে মুক্ত না হলে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন। চেষ্টা করুন প্রাণায়াম ও যোগাসন করতে।
অর্থ যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না আজ। লাভের বদলে ক্ষতির সম্ভাবনা বেশি হবে তাতে।
প্রেম সঙ্গী আজ সামান্য মিথ্যে বলেতে পারেন আপনাকে। মাথা ঠাণ্ডা রেখে তাঁকে বোঝার চেষ্টা করুন।
বৃষ
শরীর অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিতভাবে হেল্থ ক্লাবে যান।
অর্থ দিনের শেষভাগে কিছুটা টাকা পয়সা হাতে আসতে পারে। তা বলে সকাল থেকে হাত উপুড় করে খরচ করতে যাবেন না।
প্রেম কাছের মানুষ আজ আপনাকে আগলে রাখবেন, তাই মেজাজ রাখুন ফুরফুরে।
মিথুন
শরীর স্বাস্হ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে আজ। চেষ্টা করবেন, কোনওরকম উত্তেজনায় না যেতে।
অর্থ ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে আজ। একটু তাড়াহুড়ো থেকে মারাত্মক গণ্ডগোল হয়ে যেতে পারে।
প্রেম বহু দিন পরে, শুধুমাত্র ভালবাসা দিয়ে আপনারা সময় কাটাবেন। সেখানে কোনও মারামারি, তর্ক বিতর্ক থাকবে না। একসঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন আজ।
কর্কট
শরীর অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ আজ আপনার। প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে পারেন আজ।
অর্থ অযথা খরচ করে হাত খালি করবেন না। সঞ্চয়ের দিকে নজর দিন।
প্রেম ভালো থাকা আপনাদের হাতে। তৃতীয় ব্যক্তি তো চাইবেনই সমস্যা হোক আপনাদের, তাই মাথা ঠাণ্ডা রেখে বিষয়টা সামলে নিন।
সিংহ
শরীর আজ সারাদিন যথেষ্ট এনার্জেটিক থাকবেন আপনি। তাই শরীর নিয়ে আলাদা করে ভাবার দরকার নেই।
অর্থ বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন। কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রেম কাজের চাপে অযথা কাছের মানুষকে অবহেলা করবেন না। এতে আপনারই ক্ষতি।
কন্যা
শরীর সারাদিন বেশ ফুরফুরে থাকবেন আজ। আনন্দে কেটে যাবে দিনটা। তবে রাস্তাঘাটে চেষ্টা করবেন সাবধানে চলাফেরা করতে।
অর্থ আর্থিক সচ্ছলতা আজ আপনার থাকবে। তাই বিকেলে পুজোর কেনাকাটা হোক বা ক্যাণ্ডেল লাইট ডিনার, সবই দারুণভাবে হবে।
প্রেম ভালো থাকতে বিশেষ মানুষের সাথে সময় কাটান। নইলে কোনও সমস্যাই সহজে সমাধান করতে পারবেন না।
তুলা
শরীর নিজের সুস্থতার দায়িত্ব তো আপনিরই। তাই অতিরিক্ত ভাজাভুজি খাবেন না।
অর্থ দীর্ঘসময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। তাই অর্থনৈতিক দিক থেকে অবশ্যই ভালো দিন আজ।
প্রেম কাছের মানুষের সাথে কাটানো সুন্দর দিনগুলোর একটা আজ।
বৃশ্চিক
শরীর সুস্থ থাকতে হাঁটা চলার অভ্যাস জারি রাখুন। কাজের মধ্যে থাকলে কোনও অসুস্থতাই আপনাকে ছোঁবে না।
অর্থ পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। তাই কারও সাথে অযথা ঝামেলায় যাবেন না।
প্রেম পরিবারের লোকজন দারুণভাবে আজ আপনাদের সঙ্গ দেবে। তাই কোনও সমস্যাই বেশিক্ষণ থাকবে না আপনাদের মাঝে।
ধনু
শরীর সুস্থ থাকতে ব্যায়ামের অভ্যাস ছাড়বেন না। সকালে ওটা দিয়েই দিন শুরু করুন।
অর্থ উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত আজ। দেখবেন পরে ফল পাবেন।
প্রেম সঙ্গীর সাথে আজ ঝামেলা হতে পারে। চুপ করে থাকবেন, কারণ শুরুটা হয় তো আপনিই করবেন।
মকর
শরীর দারুণ দিন আজ। খুব মজা আনন্দে কাটবে। তাই শরীরও থাকবে ফুরফুরে।
অর্থ বিনোদন, রূপচর্চায় অযথা টাকা নষ্ট করবেন না। ভবিষ্যতের জন্য সঞ্চয় তো আপনাকেই করতে হবে।
প্রেম দুজনের চেনা এক বন্ধু আজ দারুণ সময় উপহার দেবেন আপনাদের। তাঁর কাছে কৃতজ্ঞ থাকবেন আপনারা।
কুম্ভ
শরীর বিশ্রাম করুন আজ। শরীরের প্রয়োজন সেটাও।
অর্থ আর্থিক দিক থেকে আজ একটু টালমাটাল অবস্থায় থাকতে পারেন। তাই বুঝে খরচ করবেন।
প্রেম আজ সম্পর্কে একটু কালো মেঘ থাকবে। রোদ ওঠাবেন কি না, তা আপনারই হাতে।
মীন
শরীর অনেকদিন ধরে যাঁরা ভুগছেন, তাঁদের আজ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে। তাই মেজাজ অন্যদিনের চেয়ে ভালো থাকবে।
অর্থ খুব একটা লাভদায়ক দিন নয়, কাজেই আপনার টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন।
প্রেম সঙ্গীর সাথে ঝামেলায় মানসিক অশান্তি আসবে আজ। চেষ্টা করুন, ঠাণ্ডা থাকতে।