শেষ আপডেট: 9th March 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: ৩৪ বছর বয়সী অ্যামি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণটা কী? আসলে তিনি মাত্র দুই বছরেরও কম সময়ে তিনি ওজন কমিয়ে সাইজ ২৪ থেকে সাইজ ৪-এ। ওজন কমানোর জন্য তিনি ওজেম্পিকের মতো ইনজেকশনের সাহায্য নেন। একসময় তার ওজন ছিল ৩০০ পাউন্ড (প্রায় ১৩৬ কেজি), এখন তা নেমে এসেছে ১৩৫ পাউন্ডে (প্রায় ৬১ কেজি)। এভাবে ওজন কমানোর পর এখন তাঁর আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি চারপাশের মানুষের ব্যবহারেও এসেছে পরিবর্তন।
তবে তার এই বদল খুব সহজে আসেনি। নতুন স্টাইলিশ পোশাকও পরতে পারতেন না। কারণ ওজন কমার পর শরীরে অতিরিক্ত চামড়া ঝুলে গিয়েছিল। বিশেষ করে পেটের চারপাশে। তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের অভিজ্ঞতা শেয়ার করতেন, যাতে অন্যকেউ তাঁর মতো সমস্যার মুখোমুখি হলেও সুযোগ সুবিধা পান।
View this post on Instagram
ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের বোর্ড সার্টিফায়েড প্লাস্টিক সার্জন ড. সিয়ামাক আঘা ডেইলি মেলকে জানিয়েছেন, ওজন কমানোর ওষুধ যেমন জেপবাউন্ড ও উইগোভি খেলে এই সমস্যা বেশি দেখা দিচ্ছে। এমনকি তার কাছে এই ধরনের রোগীদের সংখ্যা বাড়ছে। শুধু পেটেই নয়, মুখ, গলা, এমনকি শরীরের পেছনের দিকেও অতিরিক্ত চামড়ার সমস্যা দেখা যাচ্ছে।
কীভাবে তিনি এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন? এর জন্য অ্যামি প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করেন এবং নিয়মিত নেভস্কিন ট্রিটমেন্ট নিচ্ছেন। এই থেরাপিতে গরম ও ঠান্ডা উভয় ধরনের চিকিৎসার মাধ্যমে চামড়া টানটান করা হয়। এসব চ্যালেঞ্জের পরও অ্যামি তাঁর শরীর নিয়ে খুশি। তিনি বলেন, “এই সমস্যাগুলো আমি হাসিমুখে মেনে নেব, কারণ আমার শরীর অনেক ভাল হয়েছে।”