শেষ আপডেট: 21st September 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজো মানেই নতুন জামা, আড্ডা, খাওয়া দাওয়া ও সাজগোজ। সঙ্গে কয়েকশো ছবি তোলা। পিকচার পারফেক্ট লুকের জন্য প্রথমেই দরকার পরিষ্কার ও ঝকঝকে ত্বক। কীভাবে মিলবে? টিপস দিলেন টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালের চিফ ক্লিনিক্যাল ডায়টেশিয়ান ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের পুষ্টিবিদ ডাঃ পায়েল কুমার রায়।
কথায় আছে পেটে খেলে পিঠে সয়। এই পুরনো কথাকেই গুরুত্ব দিতে বলছেন চিকিৎসক। তাঁর কথায়, যা পেটে যাবে তারই প্রতিফলন দেখা যাবে ত্বকে। তাই ডায়েটে কী থাকছে সে দিকে সবার প্রথমে নজর দিতে হবে।
তাঁর পরামর্শ -
সঠিক পুষ্টি শরীরে যাচ্ছে কি না সেদিকে নজর দিতে হবে
নিজেকে ভাল রাখতে ত্বকের প্রয়োজন হয় নির্দিষ্ট পরিমাণ প্রোটিন, মিনারেলস, ভিটামিন ও হেলদি ফ্যাট। আমাদের খাবারে এগুলো রোজ ঠিক মতো থাকছে কি না সেদিকে নজর দিতে হবে।
কোলাজেন ঠিক রাখা
ত্বক ভাল রাখতে কোলাজেনের জুড়ি মেলা ভার। ভিটামিন সি, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টি অক্সিডেন্টসের ঘাটতি কোলাজেন তৈরিতে ব্যাঘাত ঘটাতে পারে। যার ফরে বয়সের ছাপ পড়ে যেতে পারে ত্বকে।
ত্বকে আদ্রতা যেন কমে না যায়
নির্দিষ্ট পরিমাণ জল প্রতিদিন খেতে হবে। যাতে ত্বক শুকনো না হয়ে যায়। শুধু জল না, সবুজ শাক-সবজি খেলেও কিন্তু ত্বক ভাল থাকবে।
গাট-স্কিন সংযোগ
গাট হেল্থে নজর না দিতে ত্বকে তার প্রভাব পড়বেই। হতে পারে এক্সিমা বা অ্যাকনেও।
ঘুমের দিকে নজর দিতে হবে
ত্বক ভাল রাখতে রাতে ঠিক ভাবে ঘুমানো খুব প্রয়োজন। রাতে ঘুম না হলে ত্বক ফ্যাকাসে দেখাবে।
প্রসেস ফুড ও মিষ্টিতে নিয়ন্ত্রণ
মিষ্টি খেলে ফ্যাট ও কার্বোহাইট্রেড বাড়বে যার ফলে ত্বকের উজ্জ্বল ভাব নষ্ট হয়ে যেতে পারে।
সান প্রোটেকশন
ত্বক থেকে বলিরেখা ও দাগছোপ দূর করতে সান প্রোটেকশন খুবই জরুরি। সানস্ক্রিন মেখে বাইরে বেরোন দরকার।